বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের ব্যবস্থাপনায় গত শনিবার থেকে শুরু হয়েছে উৎসব। আজ, সোমবার, ৩১ জুলাই পর্যন্ত তিন দিনের টানা বাংলা ছবির জয়জয়কার নন্দনে। এই তিন দিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত নন্দন ১ এবং ২ প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে বাংলাদেশের ছবি। এবার এই উৎসবে বাংলাদেশের মোট ২২টি ছবি রয়েছে।
advertisement
যেগুলি হল, ‘হাসিনা: এ ডটার’স টেল’, ‘জেকে-১৯৭১’, ‘স্ফুলিঙ্গ’, ‘পরাণ’, ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘বিক্ষোভ,’ ‘দামাল’, ‘গেরিলা’, ‘লাল শাড়ি’, ‘অবিনশ্বর’, ‘গন্ডি’, ‘রেডিও’, ‘ওমর ফারুকের মা’, ‘দেশান্তর’, ‘ধড়’, ‘শ্রাবণ জোৎস্নায়’, ‘গুণিন’, ‘ন ডরাই’, ‘বিউটি সার্কাস’, ‘আলফা’, ‘মা’, ও ‘পাপ-পূণ্য’।
আরও পড়ুন: মাতামাতি ছিল তুঙ্গে! কলকাতায় সাফল্যের আলো দেখল না ‘সুড়ঙ্গ’, বক্স অফিসে হতাশা
গত ২৭ জুলাই, বৃহস্পতিবার এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের তথ্য সম্প্রচারমন্ত্রী ও এমপি ডক্টর হাছান মাহমুদ এবং পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী তথা নাট্যকার ব্রাত্য বসু-সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।
পরিচালক ফখরুল আরেফিন খানের তিনটি ছবি ‘গণ্ডি’, ‘জেকে ১৯৭১’ এবং ‘অবিনশ্বর’ দেখানো হয়েছে। জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’, অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’, শরিফুল রাজের ‘পরাণ’, নুসরাত ইমরোজ তিশার ‘বীরকন্যা প্রীতিলতা’,
