TRENDING:

ইভটিজারদের খপ্পরে জ্যাকলিন !

Last Updated:

এরা নাকি ফ্যান ! আর এই ফ্যানের অভব্য আচরণেই বার বার শিকার হচ্ছেন বলিউডের সেলেবরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এরা নাকি ফ্যান ! আর এই ফ্যানের অভব্য আচরণেই বার বার শিকার হচ্ছেন বলিউডের সেলেবরা ৷ কিছুদিন আগে অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ ট্যুইটারে জানিয়ে ছিলেন, তাঁর গাড়ির ওপর চড়াও হয়েছিলেন ইভটিজাররা ৷ আর এবার ইভটিজারদের খপ্পরে পড়লেন জ্যাকলিন !
advertisement

ঘটনাটি ঘটেছে জ্যাকলিন, বরুণ ধাওয়ান ও তাপসী পান্নু-র নতুন ছবি ‘জুড়য়া ২’-এর প্রোমোশনেই ৷ মুম্বইয়ের এক শপিং মলে প্রোমোশন চলছিল এই ছবির ৷ আর সেখানেই হাজির হয়েছিলেন প্রচুর মানুষ ৷ সেখানেই জ্যাকলিনের নিরাপত্তারক্ষীদের পাশ কাটিয়ে জ্যাকলিলেন কাছে গিয়ে পৌঁছন দু’জন ব্যক্তি ৷ সেলফি তোলার জন্য রীতিমতো জ্যাকলিনের সঙ্গে শুরু করেন অভব্য আচরণ ৷ শেষমেশ প্রতিবাদ করতে বাধ্য হন জ্যাকলিন ৷ থেমে যায় ছবির প্রোমোশন !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিষ্টির ময়দানে ছক্কা হাঁকাচ্ছে 'ছক্কা গজা', বাড়িতে কীভাবে বানাবেন? রইল রেসিপি
আরও দেখুন

পরে অবশ্য শপিং মলে নয়, পুরো অনুষ্ঠানটিই আয়োজন করা হয় একটি পাঁচতারা হোটেলে !

বাংলা খবর/ খবর/বিনোদন/
ইভটিজারদের খপ্পরে জ্যাকলিন !