TRENDING:

Bollywood Movie: বলিউডে পা রাখছেন ভাট পরিবারের সদস্য! মুক্তির অপেক্ষায় '১৯২০: হররস অফ দ্য হার্ট'

Last Updated:

Bollywood Movie: ভয়ঙ্কর দৃশ্য এবং মানানসই ব্যাকগ্রাউন্ড মিউজিক ছবিটিকে ভয়ের করে তুলেছে। অনেকেই দাবি করছেন, গত দশকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম হরর ছবি আর আসেনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভাট পরিবার সাধারণত দু’ধরনের চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত। একটি রোমান্টিক এবং অন্যটি হরর। তাঁদের রোমান্টিক ছবিগুলি যেভাবে আলোড়ন সৃষ্টি করেছে, একইভাবে হররে তাঁদের জুড়ি মেলা ভার। ‘১৯২০: হররস অফ দ্য হার্ট’কে এখনও পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর হরর মুভিগুলির মধ্যে একটি বলে মনে করা হচ্ছে।
advertisement

ভয়ঙ্কর দৃশ্য এবং মানানসই ব্যাকগ্রাউন্ড মিউজিক ছবিটিকে ভয়ের করে তুলেছে। অনেকেই দাবি করছেন, গত দশকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম হরর ছবি আর আসেনি। এই ছবির ২ মিনিট ৩৮ সেকেন্ডের ট্রেলারে, আভিকা গৌর এবং কেতকি কুলকার্নির অভিনয়ে তাঁদের ভয়ঙ্কর অবতারে দেখা যাচ্ছে। এটি আভিকা গৌরের বলিউড ডেবিউ ফিল্ম। যিনি ‘বালিকা বধূ’তে আনন্দীর ভূমিকায় অভিনয় করার পর জনপ্রিয় হয়েছিলেন।

advertisement

আরও পড়ুন-সর্বনাশ হয়ে গেল পরীমণির! অন্য মহিলার সঙ্গে স্বামীর গোপন ভিডিও ফাঁস হতেই তোলপাড়! এবার কী হবে?

আরও পড়ুন: ছবি না থিয়েটার? বল্লভপুরের ভূপতির কাছে কার পাল্লা ভারী? কেরিয়ার নিয়ে অকপট সত্যম

বিক্রম ভাট প্রোডাকশনের ব্যানারে প্রযোজিত ‘১৯২০: হররস অফ দ্য হার্ট’-এর কাস্টে  বলিউড ডেব্যুট্যান্ট আভিকা গৌরকে মুখ্য ভূমিকায় দেখা যাবে। ছবিতে আভিকা গৌরের সঙ্গে দেখা যাবে রাহুল দেব, কেতকি কুলকার্নি, বরখা বিশ্ত, অমিত বহল এবং অবতার গিলকেও। ছবিটি পরিচালনা করেছেন বিক্রম ভাটের মেয়ে কৃষ্ণা ভাট। এই ছবির মাধ্যমে বলিউডে পরিচালক হিসেবেও অভিষেক হচ্ছে কৃষ্ণা ভাটের। এটি বিক্রম ভাট প্রোডাকশনের একটি দুর্দান্ত ছবি প্রমাণিত হবে বলে আশা নির্মাতাদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখ ধাঁধানো আলপনায় মোড়া মণ্ডপ, এমন নিখুঁত কাজ দেখতে দর্শকদের হুড়োহুড়ি
আরও দেখুন

ভাট ক্যাম্প যেমন নানা ধরণের ছবি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। হরর ফিল্মের জগতে একের পর এক ভয়ের ছবি দিয়ে তারা দর্শকদের আগে বহুবার চমকে দিয়েছেন। সেই তালিকায় যুক্ত হতে চলেছে ‘১৯২০: হরর অফ দ্য হার্টস’। ছবিটি মুক্তি পাবে ২৩ জুন। তাই দর্শকের দরবারে ভয়ের টোকা দেওয়া আর মাত্র অল্প সময়ের প্রতীক্ষা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Movie: বলিউডে পা রাখছেন ভাট পরিবারের সদস্য! মুক্তির অপেক্ষায় '১৯২০: হররস অফ দ্য হার্ট'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল