আরও পড়ুন– Alert! বাগানে এই ৬ গাছ ভুলেও লাগাবেন না, সাপের উপদ্রবে প্রাণ ওষ্ঠাগত হতে পারে !
লোকসভা নির্বাচনকে সামনে রেখে এর আগেও উত্তরবঙ্গে একাধিক সভা করেছেন শুভেন্দু। নিশানা করেছেন নিজের পুরনো দল তৃণমূলকে। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যজুড়ে বিজয় সংকল্প সভা করছে গেরুয়া শিবির। রাজ্য স্তরের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব এমনকী প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ অনেক হেভিওয়েটরাই অংশ নিচ্ছেন সেই সভায়। বিজেপির সেই বিজয় সংকল্প সভায় আজ, বুধবার প্রথমে জলপাইগুড়ির মালবাজার এবং দলীয় প্রার্থীর সমর্থনে দ্বিতীয় সভায় রাজগঞ্জে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। ভোট প্রচারে এর আগে কোচবিহারে নিশীথ প্রামানিক, আলিপুুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা-সহ উত্তরের একাধিক বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করেছেন শুভেন্দু অধিকারী।
advertisement
সব মিলিয়ে ভোটে এখন সরগরম উত্তর। বলা বাহুল্য, গতবার লোকসভা নির্বাচনে উত্তরের ফল ধরে রাখতে যেমন মরিয়া পদ্ম শিবির, তেমনি ভোট প্রচারে এক ইঞ্চি বিজেপিকে জায়গা ছাড়তে রাজি নয় শাসক শিবির। যদিও উত্তরের ফলাফলের উত্তর দেবে আগামী চার জুন।