TRENDING:

Dilip Ghosh: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বিপাকে দিলীপ, কমিশনে নালিশ জানাল তৃণমূল!

Last Updated:

অভিযোগ, মুখ্যমন্ত্রীর পরিবারকে জড়িয়ে এই মন্তব্য করেন দিলীপ৷ এর পরই বিষয়টি নিয়ে তৎপর হয় তৃণমূল নেতৃত্ব৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করায় বিজেপি নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল কংগ্রেস৷ বর্ধমান- দুর্গাপুরে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দিলীপ এই কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ৷ তারই প্রতিবাদে আজই কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল৷
advertisement

অভিযোগ, মুখ্যমন্ত্রীর পরিবারকে জড়িয়ে এই মন্তব্য করেন দিলীপ৷ মেদিনীপুরের বদলে এবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে প্রার্থী করেছে বিজেপি৷ নতুন কেন্দ্রে প্রচার শুরু করেই ফের বেফাঁস মন্তব্য করেন দিলীপ৷

আরও পড়ুন: টিকিট পেলেন সজল ঘোষ, রাজ্যে দুই কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির

রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘শ্রীযুক্ত দিলীপ ঘোষ আপনি একজন সাংসদ। আপনাকে মাননীয় বলব কিনা তা নিয়ে সন্দিহান৷ একজন সাংসদ হয়ে একটা মহিলা তথা মুখ্যমন্ত্রী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে যে ভাষায় আক্রমণ করলেন। আপনি তার পিতৃ পরিচয় নিয়ে কথা বললেন৷ মানুষ আপনাকে ঘৃণা করে। সাবধান করা হচ্ছে নিজের গন্ডিতে থাকুন। এমন কথা বলবেন না। মহিলাদের বিষয়ে যে ভাষায় আক্রমণে শান দেন, তা মানুষ মেনে নেবে না৷ আগামী দিনে বুঝতে পারবেন বাংলার মানুষ কী বলবে।’

advertisement

কুণাল ঘোষ  বলেন, ‘ছি: দিলীপ ঘোষ ছি:…কী চাইছেন আপনারা? জনগণ আপনাদের পক্ষে নেই৷ আপনার দল আপনাকে মেদিনীপুর থেকে ঘাড়ধাক্কা দিয়ে বার করে দিয়েছে৷ নতুন, দলবদলু বিজেপি আপনাদের থেকে কেড়ে নিচ্ছে৷ সেখানে আপনি কথা বলার ক্ষমতা রাখেন না। হতাশা থেকে, মানসিক অবসাদ থেকে এই সব ভাষা বলছেন মমতা বন্দোপাধ্যায়কে উদ্দেশ্য করে৷ আপনার দল বলেছে, যাহ দিলীপ যাহ। তাড়িয়ে দিয়েছে আপনাকে। আর এই সব আপনি মমতা বন্দোপাধ্যায়কে বলছেন৷ সারা ভারতের মেয়ে মমতা বন্দোপাধ্যায়। আগে তাঁর উচ্চতায় উঠুন। আপাতত যাহ দিলীপ যাহ৷ ফুটিয়ে দিয়েছে আপনাকে আপনার দলের লোকেরা।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভয়কে জয় করার ক্লাস! এভারেস্ট সমান স্বপ্ন নিয়ে জয়চণ্ডী পাহাড়ে দড়িতে ঝুলছে যুবক-যুবতীরা!
আরও দেখুন

তৃণমূলের অভিযোগ পাওয়ার পরই তৎপর হয়েছে নির্বাচন কমিশনও৷ ইতিমধ্যেই দিলীপের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে জেলাশাসকের রিপোর্ট তলব করেছে কমিশন৷

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Dilip Ghosh: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বিপাকে দিলীপ, কমিশনে নালিশ জানাল তৃণমূল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল