নিউজ এইট্টিনের মেগা এক্সিট পোলের বলা হয়েছিল, তামিলনাড়ু থেকে মোট ৩৯ আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১-৩টি আসন৷ কংগ্রেস পেতে পারে ৮ থেকে ১১টি আসন৷ অর্থাৎ সব মিলিয়ে ইন্ডিয়া জোটের খাতায় আসতে পারে ৩৬ থেকে ৩৯টি আসন৷ আর এআইএডিএমকে পেতে পারে ০-২টি আসন৷ পুদুচেরির একটি মাত্র আসন পেতে পারে কংগ্রেস৷
advertisement
আরও পড়ুন: ইঞ্চিতে-ইঞ্চিতে লড়াই, তবু গণনাকেন্দ্রে চমকে দিলেন মহুয়া-‘রানি মা’! দেখুন কী কাণ্ড
৪ জুন ফলাফলের আভাস সামনে আসতেই তামিলনাড়ুতে বিজেপির পদ্ম ফোটানো আর হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির হার এখন শুধুই সময়ের অপেক্ষা। তামিলনাড়ু রাজ্যের ৩৯টি লোকসভা আসনের মধ্যে ডিএমকে ৩৩টি কেন্দ্রে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে। এআইএডিএমকে এখনও পর্যন্ত ২টি আসনে এগিয়ে আছে। বিজেপি প্রাথমিকভাবে কিছু আসনে এগিয়ে থাকলেও আপাতত ব্যাকফুটে। ইন্ডিয়া জোটের অন্যতম ভরসার রাজ্যে এখনও অনেকটাই পর্যন্ত এগিয়ে ডিএমকে।
আরও পড়ুন: জোর টক্কর, সন্ধ্যা ৭টায় বিজেপি সদর দফতরে নরেন্দ্র মোদি! লাড্ডু, ফুলে সেজে উঠছে দিল্লি
তামিলনাড়ুতে ৩৯টি আসনের মধ্যে ২৩টি আসনে সরাসরি প্রতিদ্বন্দিতা করছে বিজেপি। ভারতীয় জনতা পার্টি এছাড়া পাট্টালি মক্কাল কাচ্চি ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ও তামিল মানিলা কংগ্রেস তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে এতদিন পর্যন্ত বিশেষ সুবিধা করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। এবারও কি তাদের খাতা খুলবে নাকি, বরাবরের মতো বিজেপি বিরোধী রাজনীতি চ্যাম্পিয়ন হবে, এই রাজ্যে তার জন্য নজর রাখতে হবে আরও কিছুক্ষণ।