স্মৃতি ইরানি তাঁর পাল্টা আক্রমণে প্রশ্ন তুলছেন, রাহুল আর সোনিয়া গান্ধী কি আপাতত জামিনে রয়েছেন? কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার এর প্রসঙ্গেও একই আক্রমণ চালিয়ে ইরানির অভিযোগ, রাজ্য কংগ্রেসের ওই শীর্ষ নেতাও তো এখন ইডি-র আতসকাচের তলায় আছেন।
আরও পড়ুন : মণিপুরে আটকে থাকা এ রাজ্যের বাসিন্দাদের উদ্ধারের নির্দেশ, হেল্পলাইন নম্বর জানালেন মমতা
advertisement
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ছাড়া দলের কর্ণাটকের নেতাদের পাশাপাশি একমাত্র প্রিয়াঙ্কাই সব থেকে বেশি সভা-সমাবেশ করেছেন কন্নড়ভূমে। জনতা্র পাশে থা্কার বার্তা দিতে কর্ণাটকের মহীশুরুতে গিয়ে ধোসাও তৈরি করেন কংগ্রেস নেত্রী। ভোটের প্রচারে গিয়ে মহীশুরুতে একটি রেস্তোরাঁয় ঢুকে ধোসা তৈরি করতে দেখা যায় প্রিয়াঙ্কা গান্ধিকে। আবার কোথাও নির্বাচনী চমক দিতেই প্রচারের সময় গাড়ি থেকে নেমে এক সাফাইকর্মীকে হাত ধরে তুলে নিয়েছেন নিজের গাড়িতে। তাঁর পাশে দাঁড়িয়ে হাত নাড়তে দেখা গিয়েছিল সেই সাফাইকর্মী কে রানিকে।
প্রিয়াঙ্কার এই প্রচারের ধরণ দেখেই পাল্টা কৌশলে স্মৃতি ইরানিকে ময়দানে নামিয়েছে পদ্ম শিবির। তাঁর অভিযোগ, নির্বাচন এলেই নামাজ পড়তে দেখা যায় প্রিয়াঙ্কাকে। কংগ্রেস শিবির অবশ্য এই অভিযোগকে গুরুত্ব দিতে চাইছে না। বরং আরও বেশি সভা-সমাবেশে ব্যস্ত থাকছেন সোনিয়া গান্ধির কন্যা।