TRENDING:

Karnataka Assembly Election: কন্নড়ভূমে ভোট প্রচারের ময়দানে প্রিয়াঙ্কার রিপোর্ট কার্ড বনাম স্মৃতি ইরানির তোপ

Last Updated:

Karnataka Assembly Election: ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় পঞ্চাশ শতাংশের বেশি এমন আসন আছে যেখানে সংখ্যার বিচারে মহিলা ভোটারদের সংথ্যা পুরুষদের থেকে বেশি। আর সেখানেই এবার  ভোট প্রচারে কার্যত সম্মুখ সমরে প্রিয়াঙ্কা গান্ধী আর স্মৃতি ইরানি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু : চার দিন বাদে বিধানসভা ভোট। ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় পঞ্চাশ শতাংশের বেশি এমন আসন আছে যেখানে সংখ্যার বিচারে মহিলা ভোটারদের সংথ্যা পুরুষদের থেকে বেশি। আর সেখানেই এবার  ভোট প্রচারে কার্যত সম্মুখ সমরে প্রিয়াঙ্কা গান্ধী আর স্মৃতি ইরানি। প্রচারে প্রিয়াঙ্কা যখন কর্ণাটকে বিজেপি সরকারের দুর্নীতির রিপোর্ট কার্ড প্রকাশ করছেন তখন কেন্দ্রীয় মন্ত্রী পাল্টা আক্রমণে গান্ধী পরিবারকে কাঠগড়ায় তুলছেন।
advertisement

স্মৃতি ইরানি তাঁর পাল্টা আক্রমণে প্রশ্ন তুলছেন, রাহুল আর সোনিয়া গান্ধী কি আপাতত জামিনে রয়েছেন? কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার এর প্রসঙ্গেও একই আক্রমণ চালিয়ে ইরানির অভিযোগ, রাজ্য কংগ্রেসের ওই শীর্ষ নেতাও তো এখন ইডি-র আতসকাচের তলায় আছেন।

আরও পড়ুন : মণিপুরে আটকে থাকা এ রাজ্যের বাসিন্দাদের উদ্ধারের নির্দেশ, হেল্পলাইন নম্বর জানালেন মমতা

advertisement

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ছাড়া দলের কর্ণাটকের নেতাদের পাশাপাশি একমাত্র প্রিয়াঙ্কাই সব থেকে বেশি সভা-সমাবেশ করেছেন কন্নড়ভূমে। জনতা্র পাশে থা্কার বার্তা দিতে কর্ণাটকের মহীশুরুতে গিয়ে ধোসাও তৈরি করেন কংগ্রেস নেত্রী। ভোটের প্রচারে গিয়ে মহীশুরুতে একটি রেস্তোরাঁয় ঢুকে ধোসা তৈরি করতে দেখা যায় প্রিয়াঙ্কা গান্ধিকে। আবার কোথাও নির্বাচনী  চমক দিতেই প্রচারের সময় গাড়ি থেকে নেমে এক সাফাইকর্মীকে হাত ধরে তুলে নিয়েছেন নিজের গাড়িতে। তাঁর পাশে দাঁড়িয়ে হাত নাড়তে দেখা গিয়েছিল সেই সাফাইকর্মী কে রানিকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রিয়াঙ্কার এই প্রচারের ধরণ দেখেই পাল্টা কৌশলে স্মৃতি ইরানিকে ময়দানে নামিয়েছে পদ্ম শিবির। তাঁর অভিযোগ, নির্বাচন এলেই নামাজ পড়তে দেখা যায় প্রিয়াঙ্কাকে। কংগ্রেস শিবির অবশ্য এই অভিযোগকে গুরুত্ব দিতে চাইছে না। বরং আরও বেশি সভা-সমাবেশে ব্যস্ত থাকছেন সোনিয়া গান্ধির কন্যা।

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Karnataka Assembly Election: কন্নড়ভূমে ভোট প্রচারের ময়দানে প্রিয়াঙ্কার রিপোর্ট কার্ড বনাম স্মৃতি ইরানির তোপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল