Mamata Banerjee on Manipur: মণিপুরে আটকে থাকা এ রাজ্যের বাসিন্দাদের উদ্ধারের নির্দেশ, হেল্পলাইন নম্বর জানালেন মমতা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
জনজাতি সংঘর্ষে গত কয়েকদিন ধরে অগ্নিগর্ভ হয়ে রয়েছে মণিপুর৷ নামাতে হয়েছে সেনা৷ উন্মত্ত জনতার হাতে খুন হয়েছেন আয়কর আধিকারিক, সিআরপিএফ জওয়ান৷
কলকাতা: মণিপুরের পরিস্থিতি উদ্বেগ প্রকাশ করে ফের ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের যে বাসিন্দারা এই মুহূর্তে মণিপুরে আটকে রয়েছেন, তাদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ মণিপুরে আটকে থাকা এ রাজ্যের বাসিন্দাদের জন্য হেল্পলাইন নম্বরও ট্যুইটারে জানিয়েছেন মমতা৷
জনজাতি সংঘর্ষে গত কয়েকদিন ধরে অগ্নিগর্ভ হয়ে রয়েছে মণিপুর৷ নামাতে হয়েছে সেনা৷ উন্মত্ত জনতার হাতে খুন হয়েছেন আয়কর আধিকারিক, সিআরপিএফ জওয়ান৷ পরিস্থিতি শান্ত করতে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে মণিপুর সরকার৷ অশান্তি ছড়িয়েছে রাজধানী ইমফলেও৷
advertisement
advertisement
Deeply anguished by the kind of messages and sos we are receiving from Manipur. I am concerned about the safety of the people of Manipur and others hailing from different parts of the country, now stranded there. Govt of Bengal is committed to stand by the people & has decided to…
— Mamata Banerjee (@MamataOfficial) May 6, 2023
advertisement
এ রাজ্যের বহু বাসিন্দাই মণিপুরে থাকেন৷ ট্যুইটারে তাঁদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘মণিপুর থেকে সাহায্য চেয়ে মানুষের যে ধরনের বার্তা এবং অনুরোধ পাচ্ছি, তাতে গভীর ভাবে উদ্বিগ্ন৷ মণিপুরের বাসিন্দা এবং সেখানে বসবাসকারী অন্যান্য রাজ্যের যে বাসিন্দারা অশান্তিতে আটকে পড়েছেন, তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন৷ পশ্চিমবঙ্গ সরকার মানুষের পাশে দাঁড়াতে দায়বদ্ধ এবং মণিপুর সরকারের সঙ্গে সমন্বয় রেখে যাঁরা আটকে পড়েছেন তাঁদের উদ্ধার করবে৷ অসহায় মানুষকে সাহায্যের জন্য মুখ্যসচিবকে সেই নির্দেশ দেওয়া হয়েছে৷ আমরা মানুষের সঙ্গে সবসময় আছি৷ প্রত্যেকের কাছে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করছি৷’
advertisement
এই ট্যুইটের সঙ্গেই তিনটি হেল্পলাইন নম্বর দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানিয়েছেন, মণিপুর থেকে সাহায্য চেয়ে যে কেউ এই নম্বরগুলিতে ফোন করতে পারেন৷ নম্বরগুলি হল, ০৩৩-২২১৪৩৫২৬, ০৩৩-২২৫৩৫১৮৫৷
গতকালও মণিপুরের অবস্থা নিয়ে ট্যুইট করে উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মণিপুরের রাজ্যপাল দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, তা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী৷ মণিপুরের পরিস্থিতি শান্ত করার দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2023 3:21 PM IST