এক্স প্ল্যাটফর্মে শেয়ার করা একটি ভিডিও-য় দেখা গিয়েছে যে, ভোট দিতে গিয়ে নিজের পালার জন্য অপেক্ষা করে রয়েছেন দক্ষিণী সুপারস্টার। এরপর ভোট দেওয়ার পরে ভোটের কালি লাগা আঙুল তুলে সকলকে দেখানও তিনি। বেরিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতাও সারেন।
সংবাদমাধ্যমের কাছে দেওয়া বিবৃতিতে রজনীকান্ত সকলকে ভোট দেওয়ার জন্য উৎসাহিতও করেন। অভিনেতার বক্তব্য, “ভোট দিইনি এটা বলার মধ্যে কোনও গরিমা নেই।” রজনীকান্ত আরও বলেন, “ভোট দেওয়াটা আসলে একজন নাগরিকের কর্তব্য।” সেই কারণেই সকলের কাছে ভোট দেওয়ার আর্জি জানান তিনি।
advertisement
আরও পড়ুন: ভোট শুরুর সকালেই বড় ঘটনা! মৃত্যু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের! চর্চায় ‘সেই’ মাথাভাঙ্গা
রজনীকান্তের আগে অবশ্য ভোট দিতে গিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন অজিত কুমার। ভাইরাল ভিডিও-য় দেখা গিয়েছে যে, তিরুভানমিয়ুরের একটি পোলিং বুথে ভোট দিতে গিয়েছিলেন অজিত। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, ভোর ৬টা ৪০ মিনিট নাগাদ পোলিং বুথে পৌঁছে গিয়েছিলেন তিনি। এরপর সকাল ৭টায় পোলিং বুথ খোলার জন্য অপেক্ষাও করেছিলেন। আর এই অভিনেতাকেও সাদা পোশাকেই দেখা গিয়েছে। ভোট দেওয়ার পরে ভোটের কালি লাগানো আঙুল দেখান দক্ষিণী এই অভিনেতা।
আরও পড়ুন: ৭১৬ কোটির মালিক! প্রথম দফার সবচেয়ে ধনী প্রার্থী কে জানেন? পরিচয় শুনে চমকে যেতে বাধ্য
প্রসঙ্গত তামিলনাড়ুতে সাত দফায় ভোট হওয়ার কথা। শুক্রবারই ছিল প্রথম দিন। দক্ষিণী এই রাজ্য দ্রাবিড়া মুন্নেত্রা কাঝগম (ডিএমকে), ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুন্নেত্রা কাঝগম (এআইএডিএমকে)-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে। তামিলনাড়ুর ভোটের ফলাফল প্রকাশ হবে আগামী ৪ জুন, ২০২৪ তারিখে।