CRPF Jawan Death: ভোট শুরুর সকালেই বড় ঘটনা! মৃত্যু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের! চর্চায় 'সেই' মাথাভাঙ্গা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
CRPF Jawan Death: বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা নাগাদ বাথরুমে অচেতন হয়ে পড়ে যান ওই জওয়ান।
মাথাভাঙ্গা: গোটা দেশজুড়ে শুরু হল লোকসভা ভোট। প্রথম দফায় নির্বাচনে মোট ২১টি রাজ্যের ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ শুরু হল৷ এ রাজ্যের মোট তিনটি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ হচ্ছে প্রথম দফায়৷ উত্তরবঙ্গের মোট তিনটি আসনে ভোটগ্রহণ করা হল। এরই মধ্যে কোচবিহারের মাথাভাঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর এক ইনসপেক্টরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল।
বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা নাগাদ বাথরুমে অচেতন হয়ে পড়ে যান ওই জওয়ান। সেখানেই মৃত্যু হয় তাঁর। কিউআরটি টিমে থাকার কথা ছিল তাঁর। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তথ্য কমিশন সূত্রে।
advertisement
জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম মিলেশ কুমার নিলু(৪২)। তিনি মাথাভাঙ্গা বেলতলা এলাকায় একটি স্কুলে ভোটের ডিউটিতে এসেছিলেন বিহার থেকে। তবে গভীর রাতে তার সহকর্মীরা অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁকে। এরপর মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই জওয়ানকে চিকিৎসকরা মৃত বলে জানান।
advertisement
এদিকে, শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের ১৯/৮৮ চতুরাগছ বুথ (ফুলবাড়ী ১) বিজেপি কার্যালয়ে গভীর রাতে কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। সেই নিয়ে ভোটদানের সময়েই হঠাৎ উত্তপ্ত হয়ে উঠল উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা৷ যদিও ঘটনার পর বিজেপি অভিযোগ করেছে, এই ঘটনার সঙ্গে জড়িত তৃণমূল৷ শাসক দল সেই অভিযোগ অস্বীকার করেছে৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 19, 2024 7:40 AM IST