নিজের এই ভুল ভবিষ্যদ্বাণীর পর প্রথম বার মুখ খুললেন প্রশান্ত কিশোর৷ ভোট কুশলী স্বীকার করে নিলেন, সংখ্যা উল্লেখ করে ভোটের ফলের পূর্বাভাস দেওয়া ভুল হয়েছিল তাঁর৷ ভবিষ্যতে তিনি আর এই ভুল করবেন না বলেও জানিয়ে দিয়েছেন প্রশান্ত কিশোর৷
আরও পড়ুন: নিজের গড় বহরমপুরেই হেরেছেন, তার পরেও একটি কারণেই পাঠানের প্রশংসায় অধীর!
advertisement
প্রশান্ত কিশোরের দাবি ছিল, বিজেপির আসন সংখ্যা অন্তত ২০১৯ সালের ৩০০ অথবা তার উপরে থাকবে৷ তামিলনাড়ু, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বিজেপি অপ্রত্যাশিত ভাল ফল করবে বলেও দাবি করেছিলেন অভিজ্ঞ এই ভোট কুশলী৷ শেষ পর্যন্ত অবশ্য বিজেপির দখলে এসেছে ২৪০টি আসন৷ এর পরেই প্রশান্ত কিশোরের করা ভবিষ্যদ্বাণী নিয়ে সমাজমাধ্যমেও কটাক্ষ শুরু হয়৷
ভোটের ফল দেখে প্রশান্ত কিশোর অবশ্য দাবি করেছেন, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশে বিজেপির আসন সংখ্যা কমে যাওয়াতেই তাঁর ভবিষ্যদ্বাণী মেলেনি৷ ইন্ডিয়া টুডে-কে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন, আমার মতো অনেক ভোট কুশলীই একই ভবিষ্যদ্বাণী করেছিলেন৷ এখন আমরা নিজেদের কথা গিলতে বাধ্য হচ্ছি৷