TRENDING:

PM Narendra Modi: 'দুর্নীতির দোকান খুলে বসেছে...', অনুব্রতর বীরভূম থেকেই তৃণমূলকে বিঁধলেন মোদি! 'কোরাপশন' নিশানা বাম-কংগ্রেসকেও

Last Updated:

PM Narendra Modi: বিজেপি কর্মী-সমর্থকদের মনোবল বাড়িয়ে বোলপুরের সভা থেকে একের পর এক উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি বিরোধীদের একের পর এক খোঁচা ছুড়ে দেন মোদি। বাংলার 'লাল মাটির দেশে' দাঁড়িয়েই মোদি এদিন তুমুল নিশানা করেন শাসকদল তৃণমূলকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বোলপুর: ‘বীরভূম মানে লাল মাটির দেশ।’ তৃতীয় দফার ভোটের আগে শুক্রবার বাংলায় ফের মোদি ঝড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন শুরুতেই বাংলা ভাষাতেই কুশল জানতে চান বীরভুমবাসীর। বিজেপি কর্মী-সমর্থকদের মনোবল বাড়িয়ে বোলপুরের সভা থেকে একের পর এক উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি বিরোধীদের একের পর এক খোঁচা ছুড়ে দেন মোদি। বাংলার ‘লাল মাটির দেশে’ দাঁড়িয়েই মোদি এদিন তুমুল নিশানা করেন শাসকদল তৃণমূলকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
advertisement

মোদির কথায়, “কংগ্রেস যা পারেনি তা ১০ বছরে করেছি। গত তিন দশকে নতুন শিক্ষানীতি চালু করতে পারেনি কংগ্রেস। গত ৬০ বছরে যত মেডিকেল কলেজ তৈরি হয়েছে গত ১০ বছরে তার বেশি মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে দেশে। কেন নতুন প্রজন্ম বিদেশের উপর নির্ভরশীল হবে? এখন তো ট্রেলার। উন্নয়ন এখনও অনেক কিছু করার বাকি।”

advertisement

আরও পড়ুন: টিপটিপ করে জল পড়ছে ট্যাপ থেকে…? প্লাম্বার ডাকতে হবে না! ছোট্ট এই ‘কাজ’ ৫ মিনিটে করবে ম্যাজিক! হুড়হুড় করে আসবে Flow

এরপরেই জোটকে তুমুল কটাক্ষ ছুড়ে দিয়ে মোদি ইন্ডিয়া জোটকে ‘কোরাপশন’ জোট বলে আখ্যা দিয়ে বলেন একই পথে চলছে তৃণমূল কংগ্রেসও। তাঁর কথায়, “দুর্নীতির রেকর্ড করেছে তৃণমূল। রেশন, কয়লা, পশু কেলেঙ্কারি করেছে তৃণমূল। আপনার পকেট কেটেছে। তৃণমূল দুর্নীতির দোকান খুলে বসেছে। তৃণমূল নেতাদের হাতে যে টাকা আসছে সেই টাকা কার? আপনারা চোরেদের ক্ষমা করবেন? এদের সাজা পাওয়া উচিত, না উচিত নয়? কে শাস্তি দিতে পারে এদের?”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সোশ্যাল মিডিয়া ও লিগ্যাল সেলের উল্লেখ করে মোদি বলেন, বঙ্গের বিজেপিকে লিগ্যাল সেল খুলতে বলেছি। যারা অত্যাচার করেছে, দুর্নীতি করেছে, তাদের ছাড়বো না।” এছাড়া যোগ্য চাকরিহারা ইস্যুতে তৃণমূল, বাম-কংগ্রেস জোটকে এদিন একযোগে আক্রমণ করেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, “এরা সংবিধানকে বদলাতে চাইছে। বাংলায় কংগ্রেসের কিছু নেই, কিন্তু কংগ্রেসের চিন্তা ভাবনা জেনে রাখুন। কংগ্রেস, তৃণমূল ও বামেদের থেকে সাবধান থাকুন। মাফিয়ারাজ চলছে, গণতন্ত্র নয়। এক একটা ভোট তৃণমূলের শোষণের বিরুদ্ধে দিতে হবে।”

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
PM Narendra Modi: 'দুর্নীতির দোকান খুলে বসেছে...', অনুব্রতর বীরভূম থেকেই তৃণমূলকে বিঁধলেন মোদি! 'কোরাপশন' নিশানা বাম-কংগ্রেসকেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল