নেটওয়ার্ক 18 গ্রুপের এক্সিকিউটিভ এডিটর রাহুল জোশীকে দেওয়া একান্ত আলাপচারিতায় প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, তিনি ১০ দিন অপেক্ষা করেছিলেন কংগ্রেসের ইস্তেহারের “খারাপদিকগুলি” নিরপেক্ষভাবে প্রকাশ্যে আনার জন্য, যদিও আদতে কিছু “সত্য” বেরিয়ে এসেছে এই ইস্তেহারে।
কংগ্রেসের ইস্তেহার প্রসঙ্গে মোদির সাফ প্রশ্ন, “নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলির ইস্তেহার কি নিছক ‘শোপিস’? প্রতিটি রাজনৈতিক দলের ইস্তেহার পড়া মিডিয়ার কাজ। এ বিষয়ে মিডিয়ার মন্তব্যের অপেক্ষায় ছিলাম আমি। প্রথম দিনেই আমি ইস্তেহার নিয়ে মন্তব্য করেছিলাম। ইস্তেহারটি দেখে আমার মনে হয়েছে এতে মুসলিম লীগের স্ট্যাম্প রয়েছে। ভেবেছিলাম মিডিয়া এটি দেখে হতবাক হবে। কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে যা উপস্থাপন করা হয়েছে তা ফাঁকা আওয়াজ ছাড়া কিছুই নয়।”
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2024 6:53 PM IST