TRENDING:

Barrackpore Lok Sabha result 2024: মন্ত্রী থেকে এবার সাংসদ! ব্যারাকপুরে অর্জুনকে হারিয়েই শুভেন্দুকে ধন্যবাদ দিলেন পার্থ, কেন?

Last Updated:

অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পর অনেকেই ধরে নিয়েছিলেন, তাঁকেই প্রার্থী করবে রাজ্যের শাসক দল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্যারাকপুর: বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছিলেন৷ আবার তৃণমূলের টিকিট না পেয়ে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে মাঠে নেমেছিলেন৷ শেষ পর্যন্ত অবশ্য ব্যারাকপুরে হার মানতে হল অর্জুন সিংকে৷ তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে প্রায় ৫৫ হাজার ভোটে পরাজিত হন তিনি৷
অর্জুনকে হারিয়ে শুভেন্দুকে ধন্যবাদ পার্থর৷
অর্জুনকে হারিয়ে শুভেন্দুকে ধন্যবাদ পার্থর৷
advertisement

তবে ব্যারাকপুর থেকে অর্জুন সিংকে হারিয়ে উঠেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানালেন রাজ্যের সেচমন্ত্রী এবং তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক৷ কটাক্ষের সুরে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই৷ মানুষকে প্রণাম জানাই৷ আর একজনকে ধন্যবাদ জানাবো, তিনি হলেন শুভেন্দু অধিকারী৷ কারণ শুভেন্দু অধিকারী অর্জুন সিংকে ব্যারাকপুর থেকে প্রার্থী না করলে আমরা এত সহজে জিততে পারতাম না৷

advertisement

আরও পড়ুন:  নীতীশ-নায়ডুর হাতেই চাবিকাঠি? ইন্ডিয়া জোটের হয়ে মাঠে পাওয়ার, ফোন ঘোরালেন মোদিও

অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পর অনেকেই ধরে নিয়েছিলেন, তাঁকেই প্রার্থী করবে তৃণমূল৷ অর্জুন সিংয়েরও সেরকমই আশা ছিল৷ কিন্তু গত মার্চ মাসে ব্রিগেডের সভা থেকে ব্যারাকপুরের প্রার্থী হিসেবে পার্থ ভৌমিকের নাম ঘোষণা করা হয়৷ এর পরেই ফের বিজেপির সঙ্গে যোগাযোগ করেন অর্জুন, প্রার্থীও হয়ে যান তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেওয়াল জুড়ে রয়েছে শুধুই ইতিহাসের গন্ধ, বিপ্লবী ক্ষুদিরাম বসুর বেড়ে ওঠা 'এই' বাড়িতেই! জানুন
আরও দেখুন

জয়ের পর অবশ্য অর্জুন সিংকে খোঁচা দিতে ছাড়েননি পার্থ ভৌমিক৷ হুঁশিয়ারিও শোনা গিয়েছে তাঁর মুখে৷ পার্থ বলেন, অর্জুন সিংয়ের মতো গুন্ডা ছিল বলেই এতদিন ব্যারাকপুর অশান্ত ছিল৷ এবার গুন্ডামি করলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ একই সঙ্গে তাঁর কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত কারও মাথার উপরে থাকলে সে সিংহ, আর হাত সরিয়ে নিলে নেংটি ইঁদুর৷

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Barrackpore Lok Sabha result 2024: মন্ত্রী থেকে এবার সাংসদ! ব্যারাকপুরে অর্জুনকে হারিয়েই শুভেন্দুকে ধন্যবাদ দিলেন পার্থ, কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল