রবিবার সন্ধে ৭.১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানে থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শনিবারই খাড়গের কাছে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণপত্র আসে। তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। কংগ্রেস শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার কথা জানালেও বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র তৃতীয় বৃহত্তম শরিক তৃণমূল শপথে উপস্থিত থাকছে না।
advertisement
আরও পড়ুন: তৃতীয় ‘টিম মোদি’-র মন্ত্রী হচ্ছেন সুকান্ত-শান্তনু, বদলাবে রাজ্য বিজেপির সভাপতি? তুমুল জল্পনা শুরু
কংগ্রেস সূত্রে খবর, সৌজন্যতার খাতিরেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মল্লিকার্জুন খাড়গে। ইন্ডিয়া ব্লকের অন্যান্য শরিক দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই খাড়গের উপস্থিতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। প্রথমে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে জয়রাম রমেশ এবং কে সি বেণুগোপাল জানিয়েছিলেন, কংগ্রেসের কাছে কোনও আমন্ত্রণপত্র আসেনি। যদি আমন্ত্রণ মেলে সে ক্ষেত্রে ইন্ডিয়া ব্লক সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ গ্রহণ করবে।
আরও পড়ুন: তমলুকে অভিজিতের কাছে হারলেন কেন? ‘দুই’ কারণ স্পষ্ট করে চাঞ্চল্যকর দাবি দেবাংশুর
অন্যান্য বিরোধী দলেরও কেউ কেউ আমন্ত্রণ পেয়েছেন। তাঁরাও শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে খবর। এদিকে আজ শপথের আগে সকালে রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে এসেছেন নরেন্দ্র মোদি। শ্রদ্ধা জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে। ওয়্যার মেমোরিয়ালে গিয়ে শহিদদের স্মরণও করেছেন হবু প্রধানমন্ত্রী। দুপুরে বাসভবনে চা চক্রে যোগ দেন মোদি।