TRENDING:

Narendra Modi mega exclusive: ভারত রত্ন, পদ্ম সম্মান দিতে গিয়ে ভেদাভেদ করেনি তাঁর সরকার, দাবি প্রধানমন্ত্রী মোদির

Last Updated:

প্রধানমন্ত্রী বলেন, যেভাবে অতীতে ভারত রত্ন, পদ্ম পুরস্কার দেওয়া হত, সেই ধারাই বদলে দিয়েছে তাঁর সরকার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভারত রত্ন অথবা পদ্ম পুরস্কারের মতো সরকারি সম্মান দেওয়ার ক্ষেত্রে কোনও ধরনের ভেদাভেদ করেনি তাঁর সরকার৷ নেটওয়ার্ক ১৮-এর গ্রুপ এডিটর রাহুল যোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, বিজেপির সঙ্গে যোগ নেই, এমন রাজনীতিবিদদেরও ভারত রত্ন দিয়ে সম্মান জানিয়েছে তাঁর সরকার৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
advertisement

প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রণব মুখোপাধ্যায়, নরসিমহা রাও, চৌধুরী চরন সিং, কর্পূরি ঠাকুরদের ভারত রত্ন দিয়েছি৷ দেশের কোনও মানুষ আমাদের এই পছন্দ নিয়ে প্রশ্ন তোলেননি৷ প্রত্যেকেই বুঝেছেন, এই সম্মান তাঁদের দীর্ঘদিন ধরেই প্রাপ্য ছিল৷ এঁরা প্রত্যেকেই বিরোধী রাজনীতি দলের সদস্য ছিলেন এবং অতীতে আমাদের সমালোচনাও করেছেন, কিন্তু সেসবের ভিত্তিতে আমরা কোনও সিদ্ধান্ত নিইনি৷

advertisement

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে কটা আসন পেতে চলেছে বিজেপি? Network 18 স্পষ্ট জানিয়ে দিলেন নরেন্দ্র মোদি! ‘বড়’ পূর্বাভাস

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের আমলে মুলায়ম সিং, তরুণ গগৈ, পি এ সাংমা, এস এম কৃষ্ণরা পদ্ম পুরস্কার পেয়েছেন৷ তাঁরা প্রত্যেকেই অন্যান্য রাজনৈতিক দলের সদস্য৷ কিন্তু নিজ নিজ ক্ষেত্রে তাঁরা যে অবদান রেখেছেন, সেই অবদানকে সম্মান জানাতেই আমরা এঁদের পদ্ম সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি৷ এই পুরস্কার দেশের, কোনও রাজনৈতিক দল দেয় না৷ এগুলি মোদির ব্যক্তিগত সম্পত্তি নয়, পুরস্কারের উপরে বিজেপির কপিরাইট নেই৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

প্রধানমন্ত্রী বলেন, যেভাবে অতীতে ভারত রত্ন, পদ্ম পুরস্কার দেওয়া হত, সেই ধারাই বদলে দিয়েছে তাঁর সরকার৷ মোদির কথায়, এর জন্য আমাদের প্রশংসা করা উচিত৷ কারা পুরস্কার পাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়৷

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Narendra Modi mega exclusive: ভারত রত্ন, পদ্ম সম্মান দিতে গিয়ে ভেদাভেদ করেনি তাঁর সরকার, দাবি প্রধানমন্ত্রী মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল