PM Modi Lok Sabha Poll Prediction: পশ্চিমবঙ্গে কটা আসন পেতে চলেছে বিজেপি? Network 18 স্পষ্ট জানিয়ে দিলেন নরেন্দ্র মোদি! 'বড়' পূর্বাভাস
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
PM Modi Lok Sabha Poll Prediction: নরেন্দ্র মোদি বলেন, “আমি সম্প্রতি মালদহে ছিলাম। সেখানে দেখলাম, মানুষ বিশ্বাস করে যে কেন্দ্রে একটি শক্তিশালী এবং স্থিতিশীল সরকার রয়েছে এবং বাংলারও এর থেকে উপকৃত হওয়া উচিত।''
নয়াদিল্লিঃ ক্রিকেট দলে একজন অধিনায়ক থাকে। কবাডিতেও তাই। ইন্ডিয়া জোটের অধিনায়ক কে? তৃতীয় দফার লোকসভা ভোটের আগে নেটওয়ার্ক 18-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই প্রশ্ন করা হয়েছিল। যার জবাবে নিজের সবভাবসুল্ভ ভঙ্গিতে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সির লড়াইয়ে নামা মোদি বলছেন, গোটা বিশ্ব পূর্ণ জনমত-সহ স্থিতিশীল সরকারে বিশ্বাস করে। সেখানে ইন্ডিয়া ব্লক ‘এক বছরে এক প্রধানমন্ত্রী’র ফরমুলায় ‘শপথ সমারোহে’ আটকে যাবে আর দেশ পড়বে ‘সংকট সমারোহে’। আর সেই সূত্রেই এসেছে, পশ্চিমবঙ্গ ও বিহারে কতগুলি আসন পাবে বিজেপি? আগাম অনুমানে এই দুই রাজ্যে মোদি জয়ের যে সম্ভাবনার কথা বলেছেন, তা রীতিমতো চমকপ্রদ।
নেটওয়ার্ক 18-এর গ্রুপ সম্পাদক রাহুল জোশী মোদিকে বলেন, ২০১৯ সালে পশ্চিমবঙ্গে ৪২ আসনের মধ্যে ১৯ আসন পেয়েছিল বিজেপি, যা রীতিমতো আশাব্যঞ্জক ছিল। এবার পশ্চিমবঙ্গে অন্তত ৩৬ আসনে জয়ের কথা CNN-News 18-এ এসে এক্সক্লুসিভলি জানিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
এ প্রসঙ্গে মোদি অবশ্য বলেন, কিছু মানুষের সমস্যা, তারা ১০ বছর পরেও বিশ্বাস করতে প্রস্তুত নয় যে, এই দেশের নাগরিকরা তাদের প্রধানমন্ত্রী হিসাবে মোদি নামক কাউকে নির্বাচিত করেছেন। একটি অংশ আছে, যারা দেশের রায় মানতে রাজি নন। এটা একটা বাস্তবতা- দেশের মানুষ আমাদের সমর্থন করছে। আপনি ভেবেছিলেন যে এটি ঘটবে না। এটা আপনার ভুল।”
advertisement
advertisement
মোদির সংযোজন, “আমি সম্প্রতি মালদহে ছিলাম। সেখানে দেখলাম, মানুষ বিশ্বাস করে যে কেন্দ্রে একটি শক্তিশালী এবং স্থিতিশীল সরকার রয়েছে এবং বাংলারও এর থেকে উপকৃত হওয়া উচিত। তৃণমূলের শাসনে নারীরা অত্যাচারের শিকার হচ্ছেন। সন্দেশখালির ঘটনা গোটা জাতিকে নাড়া দিয়েছে। জনগণের ভোট দেওয়ার অধিকার রয়েছে এবং তারা এই প্রক্রিয়ায় তাদের ক্ষোভ প্রকাশ করবে। সুতরাং, ক্ষোভ স্বাভাবিক। নোটের স্তুপ বাজেয়াপ্ত করতে দেখেছেন মানুষ। এত টাকা মিলতে দেখেছেন আগে? সাম্প্রতিক বছরগুলিতে, আপনি ৫০ কোটি, ৩০০ কোটি, ২৫০ কোটি, ২০০ কোটি টাকা উদ্ধার হতে দেখেছেন। গোটা দেশ হতবাক। যতই আড়াল করার চেষ্টা করা হোক না কেন, জাতি এখন বোঝে যে এই সমস্ত লোকেরা লুটেরা।”
advertisement
বিজেপি এবার বাংলায় বড় জয়ের আশা করছে কিনা জানতে চাইলে মোদি স্পষ্টই বলেন, “অবশ্যই, বাংলায় ক্লিন সুইপ হবে।” বিহারে জেডিইউ নেতা নীতীশ কুমারের সঙ্গে জোটে রয়েছে বিজেপি। ২০১৯ সালে ৪০টি আসনের মধ্যে ৩৯টি আসনে জিতেছিল এনডিএ। এবারের প্রত্যাশা সম্পর্কে মোদি বলেন, “প্রথমে আমরা একসঙ্গে বিধানসভা নির্বাচনে লড়েছি। পরে তারা কোথাও গিয়ে আবার ফিরে আসে। জনগণের নির্দেশে আমরা একসঙ্গে আছি। আমি সম্প্রতি বিহারে ছিলাম এবং আমি তা স্পষ্ট দেখতে পাচ্ছি মানুষ কী চাইছেন। এই গরমে যখন কোনও তাঁবু বা কিছু নেই, তখনও লাখ লাখ মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আগে আমরা বিহারে এক আসনে হেরেছি, কিন্তু এবার হয়ত একটা আসনেও হারব না।”
Location :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2024 5:46 PM IST