TRENDING:

CPIM: শনিবার বামেদের দ্বিতীয় প্রার্থী তালিকা, বড় চমক হতে পারেন মহম্মদ সেলিম! লড়বেন কোন আসনে?

Last Updated:

সিপিএম সূত্রে খবর, দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক হিসেবে থাকতে পারে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নাম৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রথম দফার প্রার্থী তালিকায় তরুণ মুখেই ভরসা রেখেছিল সিপিএম৷ তবে প্রার্থী তালিকায় ছিল সুজন চক্রবর্তীর মতো অভিজ্ঞ মুখ৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামিকালই সম্ভবত দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বামফ্রন্ট৷
প্রার্থী হবেন মহম্মদ সেলিম?
প্রার্থী হবেন মহম্মদ সেলিম?
advertisement

সিপিএম সূত্রে খবর, দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক হিসেবে থাকতে পারে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নাম৷ সম্ভবত মুর্শিদাবাদ কেন্দ্র থেকেই প্রার্থী হতে চলেছেন তিনি৷

আরও পড়ুন: ‘আমি জেলে থাকি অথবা বাইরে…’, গ্রেফতারির পর প্রথম মুখ খুলে কী বললেন কেজরিওয়াল?

প্রসঙ্গত, গতকালই রাজ্যের আটটি আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস৷ দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় বামেরা কংগ্রেসকে কোন কোন আসনগুলি ছাড়ে সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের৷

advertisement

তবে সিপিএম সূত্রে খবর, উত্তর চব্বিশ পরগণার বনগাঁ অথবা বসিরহাট কেন্দ্রটি কংগ্রেসকে ছাড়া হতে পারে৷ কংগ্রেসের দাবি ছিল বসিরহাট আসনটি৷ কিন্তু ওই আসনে বরাবরই সিপিআই প্রার্থী দিয়ে এসেছে৷ বসিরহাট আসনটি কংগ্রেসকে ছাড়া নিয়ে তাই বামেদের মধ্যেও জটিলতা তৈরি হয়েছিল৷

তবে পুরুলিয়া আসনটি যে কংগ্রেসকে ছাড়া হবে তা একরকম নিশ্চিত৷ গতকাল ওই আসনে প্রার্থী হিসেবে নেপাল মাহাতোর নামও ঘোষণা করে দিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড৷ সেক্ষেত্রে ফরওয়ার্ড ব্লক আসনে এবার আর প্রার্থী দিতে পারবে না বামেদদের আর এক শরিক ফরওয়ার্ড ব্লক৷

advertisement

গত ১৪ মার্চ ১৬টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বামেরা৷ পরে আরও একটি আসনে প্রার্থী দেওয়া হয়৷ শনিবার তারা কটি আসনে প্রার্থী ঘোষণা করে, সেটাই এখন দেখার৷

বাংলা খবর/ খবর/নির্বাচন/
CPIM: শনিবার বামেদের দ্বিতীয় প্রার্থী তালিকা, বড় চমক হতে পারেন মহম্মদ সেলিম! লড়বেন কোন আসনে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল