TRENDING:

হুইলচেয়ারে ভোট দিতে এলেন প্রধানমন্ত্রীর মা ৯৯-এর হিরাবেন

Last Updated:

বিজেপির তারকা ভোটারদের পাশাপাশি এদিন আহমেদাবাদে ভোট দেন গুজরাতে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাদভি। গান্ধীনগরে রায়সান প্রাথমিক স্কুলে নিজের ভোট দেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীর মা হিরাবেন মোদি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ: গুজরাতে দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্বে বেলা ৩টে পর্যন্ত ভোট পড়ল ৫০.৫১ শতাংশ। গত ১ ডিসেম্বর গুজরাতে প্রথম দফার ভোটগ্রহণ হয়। প্রথম দফায় ভোটদানের হার ছিল উল্লেখযোগ্য ভাবে কম। মাত্র ৬০ শতাংশ মানুষ ভোট দিয়েছিলেন প্রথম দফায়। তবে দ্বিতীয় দফায় সেই হার বাড়বে বলেই বলছে ট্রেন্ড।
advertisement

সোমবার সকাল সকালই আহমেদাবাদের রনিপের নিরপান পাবলিক স্কুলে ভোট দেন নরেন্দ্র মোদি। মোদির পাশাপাশি এদিন ভোট দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

আরও পড়ুন: রাজধানীতে লঙ্কাকাণ্ড! রাহুলের মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়, তোলপাড় রাজনীতি

বিজেপির তারকা ভোটারদের পাশাপাশি এদিন আহমেদাবাদে ভোট দেন গুজরাতে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাদভি। গান্ধীনগরে রায়সান প্রাথমিক স্কুলে নিজের ভোট দেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীর মা হিরাবেন বিজেপির তারকা ভোটারদের পাশাপাশি এদিন আহমেদাবাদে ভোট দেন গুজরাতে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাদভি। ৯৯ বছর বয়সে হুইলচেয়ারে করে গান্ধীনগরে রায়সান প্রাথমিক স্কুলে নিজের ভোট দিতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হিরাবেন মোদি।

advertisement

দ্বিতীয় দফায় গুজরাতের ৯৩টি আসনের ৮৩৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে৷ আজ মূলত মধ্য এবং উত্তর গুজরাতে ভোট গ্রহণ৷

আরও পড়ুন: পাখির চোখ ২০২৪ লোকসভা নির্বাচন, বিজেপি সদরে দু-দিনের মন্থন বৈঠক

এ দিন আহমেদাবাদের ১৬টি আসনেও ভোট রয়েছে৷ যে আসনগুলি শাসক দল বিজেপি-র কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ ১৯৯০ সাল থেকেই এই আসনগুলিতে প্রভাব বজায় রেখেছে গেরুয়া শিবির৷

advertisement

গত বিধানসভা নির্বাচনে আহমেদাবাদের এই ১৬টি আসনের মধ্যে চারটিতে জয় পেয়েছিল কংগ্রেস৷ ২০১২ সালের নির্বাচনে যে সংখ্যাটা ছিল ২৷ এবার আবার কংগ্রেসের পাশাপাশি বিজেপি-র প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে আম আদমি পার্টি৷ তারাও আহমেদাবাদের এই ১৬টি আসনে প্রার্থী দিয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আবার আহমেদাবাদের মুসলিম অধ্যুষিত জামালপুর খাদিয়া আসনটিতে কংগ্রেসের হাতের গ্রাস ছিনিয়ে নিতে পারে আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম৷ কারণ প্রাক্তন কংগ্রেস বিধায়ক সাবির কাবলিওয়ালা এবার এই আসনটি থেকে এআইএমআইএম-এর প্রার্থী হয়েছেন৷ ২০১২ সালেও কাবলিওয়ালা এই আসনটিতে নির্দল হিসেবে ভোটে লড়ে কংগ্রেসের ভোট কেটেছিলেন৷ ফলে মুসলিম অধ্যুষিত এই আসনেও জয় পেয়েছিল বিজেপি৷

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
হুইলচেয়ারে ভোট দিতে এলেন প্রধানমন্ত্রীর মা ৯৯-এর হিরাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল