TRENDING:

Mayawati removes nephew Akash Anand: ভাইপো আনন্দকে হঠাৎ দলীয় পদ থেকে সরিয়ে দিলেন, ভোটের মধ্যেই মায়াবতীর সিদ্ধান্তে জোর জল্পনা

Last Updated:

গতকাল মায়াবতী নিজেই সমাজমাধ্যমে পোস্ট করে নিজের এই সিদ্ধান্তের কথা জানান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লখনউ: নিজের ভাইপো আকাশ আনন্দকে দলের পদ থেকে সরিয়ে দিলেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী৷ লোকসভা নির্বাচনের মধ্যেই মায়াবতীর এই সিদ্ধান্তে উত্তর প্রদেশের রাজনীতিতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ মায়াবতী অবশ্য দাবি করেছেন, রাজনীতিতে পরিণত হলেই ভাইপোকে দলীয় পদে ফিরিয়ে আনবেন তিনি৷
ভাইপো আকাশ আনন্দের সঙ্গে বিএসপি নেত্রী মায়াবতী৷ ছবি-পিটিআই
ভাইপো আকাশ আনন্দের সঙ্গে বিএসপি নেত্রী মায়াবতী৷ ছবি-পিটিআই
advertisement

গতকাল মায়াবতী নিজেই সমাজমাধ্যমে পোস্ট করে নিজের এই সিদ্ধান্তের কথা জানান৷ তিনি লেখেন, ‘আকাশ আনন্দকে আমি বিএসএপি সর্বভারতীয় আহ্বায়ক পদে বসিয়েছিলাম এবং আমার উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেছিলাম৷ কিন্ত দলের বৃহত্তর স্বার্থে এবং আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি এই দুই দায়িত্ব থেকেই তাকে অব্যাহতি দিলাম, যতক্ষণ না সে পরিণত হচ্ছে৷’

advertisement

আরও পড়ুন: লোকসভা ভোটের মধ্যেই বড় ধাক্কা বিজেপির, হরিয়ানায় সঙ্কটে নায়েব সিং সরকার

একই সঙ্গে মায়াবতী যোগ করেন, ‘সবাই জানে যে বিএসপি আন্দোলনের মাধ্যমেই বি আর আম্বেদকরকে সম্মান জানিয়ে এসেছে এবং সামাজিক সংস্কারের জন্য আমি এবং কাঁসি রামজি সেই লক্ষ্যেই নিজেদের জীবন সমর্পণ করেছি৷ নতুন প্রজন্মকেও সেই আন্দোলনে গতি আনতে হবে৷’

advertisement

তবে মায়াবতী জানিয়েছেন, আকাশের বাবা আনন্দ কুমার আগের মতোই বিএসপির হয়ে যাবতীয় দায়িত্ব পালন করবেন৷ তবে মায়াবতীর ব্যাখ্যার পরেও এই সিদ্ধান্তের পিছনে বিএসপি-র অভ্যন্তরের অন্য কোনও অঙ্ক আছে কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে৷

সম্প্রতি মায়াবতীর ভাইপো সহ চারজনের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মামলা দায়ের করে নির্বাচন কমিশন৷ তার পর পরই এই সিদ্ধান্ত নিলেন মায়াবতী৷

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mayawati removes nephew Akash Anand: ভাইপো আনন্দকে হঠাৎ দলীয় পদ থেকে সরিয়ে দিলেন, ভোটের মধ্যেই মায়াবতীর সিদ্ধান্তে জোর জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল