Haryana political crisis: লোকসভা ভোটের মধ্যেই বড় ধাক্কা বিজেপির, হরিয়ানায় সঙ্কটে নায়েব সিং সরকার

Last Updated:

এই ঘটনায় স্বভাবতই চাপে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ এখনও এ বিষয়ে দলের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷

হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি৷
হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি৷
চণ্ডীগড়: লোকসভা নির্বাচনের মধ্যেই হরিয়ানায় বড়সড়় ধাক্কা খেল বিজেপি৷ হরিয়ানার বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করে নিলেন তিন নির্দল বিধায়ক৷ ফলে এই মুহূর্তে হরিয়ানার নায়েব সিং সাইনির সরকার সংখ্যগরিষ্ঠতা হারাল৷
ওই তিন নির্দল বিধায়কই জানিয়েছেন, তাঁরা কংগ্রেসকে সমর্থন করবেন৷ এই পরিস্থিতিতে অবিলম্বে হরিয়ানার বিধানসভা ভেঙে দিয়ে ভোট করানোর দাবি তুলেছে কংগ্রেস৷
advertisement
৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় বর্তমানে ৮৮ জন বিধায়ক রয়েছেন৷ তার মধ্যে বিজেপির বিধায়খ সংখ্যা ৪০৷ হরিয়ানার কংগ্রেস সভাপতি উদয় ভানের দাবি, ‘এর আগে জেজেপি বিজেপি সরকারের থেকে সমর্থন তুলে নিয়েছিল৷ এবার তিন নির্দল বিধায়কও তাই করলেন৷ মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির অবিলম্বে পদত্যাগ করা উচিত৷’
advertisement
ওই তিন নির্দল বিধায়কের নাম সোমবীর সাঙ্গওয়ান, রণধীর গোলেন এবং ধর্মপাল গোনদার৷ তাঁদের দাবি, কৃষকদের দাবি সহ বেশ কয়েকটি ইস্যুতে তাঁরা বিজেপির সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়ে কংগ্রেসের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা এবং হরিয়ানার কংগ্রেস সভাপতি উদয় ভানের উপস্থিতিতেই এ দিন রোহতকের একটি হোটেলে এই ঘোষণা করেন তিন নির্দল বিধায়ক৷
advertisement
এই ঘটনায় স্বভাবতই চাপে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ এখনও এ বিষয়ে দলের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি কংগ্রেসকে কটাক্ষ করে শুধু বলেন, ‘সবাই মনের আকাঙ্খা পুরণ করতে চায়৷ কংগ্রেসও তাই করছে৷ ওরা মানুষের জন্য কিছু করে না, শুধু নিজেদের স্বার্থপূরণ করে৷’ তবে কংগ্রেসকে বিঁধলেও সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর কীভাবে তিনি তাঁর সরকার বাঁচাবেন, সে বিষয়ে কিছু বলেননি হরিয়ানার মুখ্যমন্ত্রী৷
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Haryana political crisis: লোকসভা ভোটের মধ্যেই বড় ধাক্কা বিজেপির, হরিয়ানায় সঙ্কটে নায়েব সিং সরকার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement