TRENDING:

Mamata Banerjee: 'তাহলে কি উত্তরপ্রদেশ, বিহারে হারছেন?' বাংলা নিয়ে মোদির দাবি শুনে পাল্টা প্রশ্ন মমতার

Last Updated:

পশ্চিমবঙ্গে বিজেপির ফল কেমন হবে, এই প্রশ্নের জবাবে গতকাল প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, বাংলায় তৃণমূল কংগ্রেস অসিত্ব রক্ষার লড়াই করছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারুইপুর: সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার দাবি করেছিলেন, লোকসভা নির্বাচনে গোটা দেশের মধ্যে বাংলাতেই সবথেকে বেশি সাফল্য পাবে বিজেপি৷ ২৪ ঘণ্টার মধ্যেই মোদির এই দাবির জবাব দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রধানমন্ত্রীর কথার রেশ ধরেই তাঁর পাল্টা প্রশ্ন, তার মানে কি উত্তর প্রদেশ, বিহারে বিজেপির আসন কমছে?
মোদিকে জবাব মমতার৷
মোদিকে জবাব মমতার৷
advertisement

পশ্চিমবঙ্গে বিজেপির ফল কেমন হবে, এই প্রশ্নের জবাবে গতকাল প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, বাংলায় তৃণমূল কংগ্রেস অসিত্ব রক্ষার লড়াই করছে৷ গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই বিজেপি সবথেকে বড় সাফল্য পাবে৷ নরেন্দ্র মোদির এই দাবি ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে৷

আরও পড়ুন: ‘সমুদ্রের হাওয়া খেয়ে প্রচার চালাবে?’ শেষ দফার আগে মোদি ধ্যানে বসলে অভিযোগ জানাবে তৃণমূল, হুঁশিয়ারি মমতার

advertisement

এ দিন দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুরে সভা করতে গিয়ে প্রধানমন্ত্রীর এই দাবির জবাব দিতে গিয়ে তৃণমূলনেত্রী বলেন, বলছে বাংলায় নাকি সবথেকে বেশি আসন৷ উনি জেনে গেছেন উনি হেরে যাবেন৷ বলছে সবথেকে বেশি ভোট নাকি বাংলায় পাবে৷ তার মানে উত্তর প্রদেশে হেরে গেছে অলরেডি, বিহারে হেরে গেছে অলরেডি৷ আর বাংলায় আসন চাই? হবে না বাংলা তোমায় গোল্লা দেবে৷ এসো রসগোল্লা খাওয়াবো, রাজভোগ খাওয়াবো৷ আমরা তৃণমূল কংগ্রেসই ইন্ডিয়া জোটকে সমর্থন করে ক্ষমতায় আনব৷

advertisement

এর পরেই চাঞ্চল্যকর অভিযোগ তুলে তৃণমূলনেত্রী বলেন, আমার কাছে খবর আছে, অনেক জায়গায় বোঝাপড়া হয়েছে৷ একটা জায়গা যেমন দমদম৷ ওখানে লোকসভায় বিজেপি সিপিআইএমকে দেবে৷ বিধানসভায় সিপিএম বিজেপিকে দেবে৷ এই রাজনীতি তৃণমূল কোনও দিন করে না৷ করলে সিপিআইএমকে হারাতে পারতাম না৷

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

এ দিন বারুইপুরের সভা থেকেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শেষ পর্যন্ত যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩০ মে প্রচার পর্ব শেষ হওয়ার পর কন্যাকুমারীতে ধ্যানে বসেন, তাহলে তৃণমূল নির্বাচন কমিশনে আপত্তি জানাবে৷ কারণ শেষ পর্বের ভোটের আগে প্রধানমন্ত্রী ধ্যান করার ছবি সংবাদমাধ্যমে প্রচারিত হলে তা আদর্শ আচরণ বিধি ভঙ্গ করবে বলে অভিযোগ করেন তৃণমূলনেত্রী৷

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mamata Banerjee: 'তাহলে কি উত্তরপ্রদেশ, বিহারে হারছেন?' বাংলা নিয়ে মোদির দাবি শুনে পাল্টা প্রশ্ন মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল