Mamata Banerjee: 'সমুদ্রের হাওয়া খেয়ে প্রচার চালাবেন?' শেষ দফার আগে মোদি ধ্যানে বসলে অভিযোগ জানাবে তৃণমূল, হুঁশিয়ারি মমতার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
৩০ মে ভোটের প্রচার পর্ব শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানে বসবেন বলে জানা গিয়েছে৷
বারুইপুর: ১ জুন শেষ দফার ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধ্যানে বসলে এবং সংবাদমাধ্যমে তার সম্প্রচার হলে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে তৃণমূল কংগ্রেস৷ এ দিন বারুইপুরের সভা থেকে এমনই হুঁশিয়ারি দিয়ে রাখলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলনেত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ধ্যানে বসা নিয়ে তাঁর আপত্তি নেই৷ কিন্তু সেই ছবি টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হলে তা নির্বাচনের আদর্শ আচরণবিধি ভঙ্গ করবে৷ সেক্ষেত্রে ৩০ মে সন্ধে ৬টার পর প্রধানমন্ত্রীর ধ্যানে বসা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে তৃণমূল৷
৩০ মে ভোটের প্রচার পর্ব শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানে বসবেন বলে জানা গিয়েছে৷ প্রায় ২৪ ঘণ্টা প্রধানমন্ত্রী ধ্যান করবেন বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে৷ ২০১৯ সালে লোকসভা নির্বাচনের প্রচার শেষ করার পরেও কেদারনাথের গুহায় ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী৷
advertisement
advertisement
এ দিন সেই প্রসঙ্গ তুলেই মুখ্যমন্ত্রী বলেন, লোকে যখন পুজো করে ছবি তুলতে হয়? নাকি সমুদ্রের হাওয়া খেয়ে অক্সিজেন নেবে আর ৪৮ ঘণ্টা প্রচার চালাবে৷ উনি ধ্যান করবেন করুন, কিন্তু টিভিতে দেখাতে পারবে না৷ কারণ সেটা আদর্শ আচরণ বিধি ভঙ্গ করবে৷ ১ তারিখে ভোট আছে৷ ৩০ তারিখ সন্ধে ৬টার পরে আমরা এ বিষয়ে অভিযোগ জানাবো৷
advertisement
বুধবার কাকদ্বীপে সভা করতে গিয়ে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, সুন্দরবন সহ দক্ষিণ চব্বিশ পরগণার উপকূলবর্তী এলাকায় বাঁধ তৈরির টাকা কেন্দ্রীয় সরকার দিলেও সেই কাজ করেনি রাজ্য৷ এ দিন প্রধানমন্ত্রীর সেই দাবি খারিজ করে মুখ্যমন্ত্রী পাল্টা দাবি করেন, বাঁধ তৈরির জন্য এক পয়সাও দেয়নি কেন্দ্র৷ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, আপনি এক পয়সা দেননি৷ মিথ্যে কথা যখন বলেছেন, আপনাকেই তা প্রমাণ করতে হবে৷ নাহলে জনগণ আপনাকে ছাড়বে না৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2024 2:45 PM IST