Lok Sabha elections 2024: কনভয়ের গাড়ির চাকায় পিষ্ট ২ কিশোর, এবার বিতর্কে ব্রিজভূষণ পুত্র বিজেপি প্রার্থী করণ

Last Updated:

Lok Sabha Election 2024 : ঘটনার পর রাস্তা অবরোধ করে ক্ষুব্ধ জনতা৷ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক গাড়ি এবং চালককে আটক করে কলোনেলগঞ্জ থানার পুলিশ৷

করণভূষণ সিংয়ের কনভয়ে থাকা এই গাড়িটিই দুই বালককে পিষে দেয়৷
করণভূষণ সিংয়ের কনভয়ে থাকা এই গাড়িটিই দুই বালককে পিষে দেয়৷
লখনউ: এবার বিতর্কে বিজেপি সাংসদ এবং ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং৷ এ দিন উত্তর প্রদেশের গোন্ডায় ব্রিজভূষণ সিংহের ছেলে এবং কাইসরগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী করণ ভূষণ সিংয়ের কনভয়ে থাকা গাড়ির চাকায় পিষ্ট হল দুটি কিশোর৷ পাশাপাশি এক মহিলাকেও ধাক্কা মারে ওই গাড়িটি৷ তবে দুর্ঘটনার সময় ওই কনভয়ে থাকা কোনও গাড়িতে করণ নিজে ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়৷
উত্তর প্রদেশের কাইসারগঞ্জ কেন্দ্রেরই সাংসদ ছিলেন ব্রিজভূষণ৷ কিন্তু ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি পদে থাকাকালীন তাঁর বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগ ওঠে৷ শেষ পর্যন্ত চাপের মুখে কুস্তি ফেডারেশনের সভাপতির পদ ছাড়েন ব্রিজভূষণ৷ দলের সাংসদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিলেও এ বার তাঁকে আর কাইসারগঞ্জ থেকে টিকিট দেয়নি বিজেপি৷ ব্রিজভূষণের বদলে তাঁর ছোট ছেলে করণকে ওই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়৷
advertisement
advertisement
জানা গিয়েছে, এ দিন সকালে কলোনেলগঞ্জ- হুজুরপুর সড়কের উপরে এই দুর্ঘটনা ঘটে৷ প্রথমে একটি মোটরবাইকে ধাক্কা মারে বিজেপি প্রার্থী করণের কনভয়ে থাকা একটি গাড়ি৷ বাইকে থাকা দুই কিশোর রাস্তায় ছিটকে পড়লে তাদের পিষে দেয় গাড়িটি৷ এর পর আরও এক মহিলাকে ধাক্কা মারে গাড়িটি৷
advertisement
ঘটনার পর রাস্তা অবরোধ করে ক্ষুব্ধ জনতা৷ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক গাড়ি এবং চালককে আটক করে কলোনেলগঞ্জ থানার পুলিশ৷ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ তবে প্রাথমিক রিপোর্টে করণভূষণ ঘটনাস্থলে ছিল না বলেই দাবি করা হচ্ছে৷ এবারের লোকসভা নির্বাচন চলাকালীন এই প্রথম কোনও প্রার্থীর কনভয়ে এই ধরনের ঘটনা ঘটল৷ গত ২০ মে কাইসারগঞ্জে ভোট হয়ে গিয়েছে৷ ফলে এই ঘটনার প্রভাব নির্বাচনে পড়ার সম্ভাবনা নেই৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha elections 2024: কনভয়ের গাড়ির চাকায় পিষ্ট ২ কিশোর, এবার বিতর্কে ব্রিজভূষণ পুত্র বিজেপি প্রার্থী করণ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement