Lok Sabha elections 2024: কনভয়ের গাড়ির চাকায় পিষ্ট ২ কিশোর, এবার বিতর্কে ব্রিজভূষণ পুত্র বিজেপি প্রার্থী করণ

Last Updated:

Lok Sabha Election 2024 : ঘটনার পর রাস্তা অবরোধ করে ক্ষুব্ধ জনতা৷ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক গাড়ি এবং চালককে আটক করে কলোনেলগঞ্জ থানার পুলিশ৷

করণভূষণ সিংয়ের কনভয়ে থাকা এই গাড়িটিই দুই বালককে পিষে দেয়৷
করণভূষণ সিংয়ের কনভয়ে থাকা এই গাড়িটিই দুই বালককে পিষে দেয়৷
লখনউ: এবার বিতর্কে বিজেপি সাংসদ এবং ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং৷ এ দিন উত্তর প্রদেশের গোন্ডায় ব্রিজভূষণ সিংহের ছেলে এবং কাইসরগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী করণ ভূষণ সিংয়ের কনভয়ে থাকা গাড়ির চাকায় পিষ্ট হল দুটি কিশোর৷ পাশাপাশি এক মহিলাকেও ধাক্কা মারে ওই গাড়িটি৷ তবে দুর্ঘটনার সময় ওই কনভয়ে থাকা কোনও গাড়িতে করণ নিজে ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়৷
উত্তর প্রদেশের কাইসারগঞ্জ কেন্দ্রেরই সাংসদ ছিলেন ব্রিজভূষণ৷ কিন্তু ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি পদে থাকাকালীন তাঁর বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগ ওঠে৷ শেষ পর্যন্ত চাপের মুখে কুস্তি ফেডারেশনের সভাপতির পদ ছাড়েন ব্রিজভূষণ৷ দলের সাংসদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিলেও এ বার তাঁকে আর কাইসারগঞ্জ থেকে টিকিট দেয়নি বিজেপি৷ ব্রিজভূষণের বদলে তাঁর ছোট ছেলে করণকে ওই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়৷
advertisement
advertisement
জানা গিয়েছে, এ দিন সকালে কলোনেলগঞ্জ- হুজুরপুর সড়কের উপরে এই দুর্ঘটনা ঘটে৷ প্রথমে একটি মোটরবাইকে ধাক্কা মারে বিজেপি প্রার্থী করণের কনভয়ে থাকা একটি গাড়ি৷ বাইকে থাকা দুই কিশোর রাস্তায় ছিটকে পড়লে তাদের পিষে দেয় গাড়িটি৷ এর পর আরও এক মহিলাকে ধাক্কা মারে গাড়িটি৷
advertisement
ঘটনার পর রাস্তা অবরোধ করে ক্ষুব্ধ জনতা৷ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক গাড়ি এবং চালককে আটক করে কলোনেলগঞ্জ থানার পুলিশ৷ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ তবে প্রাথমিক রিপোর্টে করণভূষণ ঘটনাস্থলে ছিল না বলেই দাবি করা হচ্ছে৷ এবারের লোকসভা নির্বাচন চলাকালীন এই প্রথম কোনও প্রার্থীর কনভয়ে এই ধরনের ঘটনা ঘটল৷ গত ২০ মে কাইসারগঞ্জে ভোট হয়ে গিয়েছে৷ ফলে এই ঘটনার প্রভাব নির্বাচনে পড়ার সম্ভাবনা নেই৷
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha elections 2024: কনভয়ের গাড়ির চাকায় পিষ্ট ২ কিশোর, এবার বিতর্কে ব্রিজভূষণ পুত্র বিজেপি প্রার্থী করণ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement