নিজের নির্বাচনী ক্ষেত্র কান্দির বিভিন্ন এলাকায় ভোটপ্রচার করছেন ইউসুফ পাঠান। মুর্শিদাবাদ জেলার কান্দি রাজা মণীন্দ্র চন্দ্র বালিকা বিদ্যালয়ের তৃষা ঘোষের মাধ্যমিকের উল্লেখ্যোগ্য রেজাল্টের কথা শুনে তার বাড়ি পৌঁছে যান সম্বর্ধনা দিতে। তৃষার এবারের মাধ্যমিকে প্রাপ্ত নন্বর ৬৭৩।
আরও পড়ুন: গাড়িতে টানা কতক্ষণ AC চললে ১ লিটার তেল পোড়ে জানেন? উত্তর জানলে মাথা ঘুরে যাবে!
advertisement
আর তারপরেই ইউসুফ পাঠান কান্দির বিধায়ক তথা বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকারকে সঙ্গে নিয়ে মোটরবাইক চালিয়ে হাজির হন কৃতী ছাত্রীর বাড়িতে। বহরমপুর লোকসভা কেন্দ্রের আগামী চতুর্থ দফায় নির্বাচন। হাইভোল্টেজ নির্বাচনে ইতিমধ্যেই জমে উঠেছে ভোটের নির্বাচনী প্রচার।
আরও পড়ুন: সন্তানকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করতে চান? KVS-এ পড়ানোর খরচ কত-কীভাবে আবেদন করবেন জানুন
আর তার মধ্যে সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে দৈনন্দিন ভোটের নির্বাচনী প্রচার করা হচ্ছে। তবে হঠাৎই ক্রিকেটার তারকা প্রার্থী ইউসুফ পাঠান কে সামনে পেয়ে আপ্লুত হন মাধ্যমিকের কৃতী ছাত্রীও। যদিও এবছর মাধ্যমিকে ১ থেকে ১০-এর মধ্যে উল্লেখযোগ্য ফলাফল করতে পারেনি ছাত্র ও ছাত্রীরা মুর্শিদাবাদ জেলার।
কৌশিক অধিকারী