TRENDING:

West Bengal Lok Sabha Election 2024 Phase 2 Highlights : পাঁচটা পর্যন্ত রাজ্যে পড়ল ৭১.৮৪ শতাংশ ভোট, শতাংশের বিচারে ভোটগ্রহণে সর্বোচ্চ ত্রিপুরা

Last Updated:

West Bengal Lok Sabha Election 2024 Phase 2 Highlights : সন্দেশখালিতে এ বার এল এনএসজি। শাহজাহান শেখের ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে প্রচুর বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এর পরেই ডাকা হয় এনএসজি-কে। রোবট এনে বাড়িতে তল্লাশি চালানো হল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement

কলকাতা: আজ, শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে মোট ৮৮টি আসনে। এই দফায় বাংলায় তিনটি আসনে ভোটগ্রহণ চলছে। দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট – এই তিন আসনে ভোট নেওয়া হবে।

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

ভোটগ্রহণ ঘিরে তুঙ্গে উঠেছে প্রস্তুতি। দ্বিতীয় দফার ভোট ঘিরে কড়া নিরাপত্তায় সেজেছে ওই তিন কেন্দ্র। এই দফার ভোটে রাজ্যে মোট ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে দার্জিলিংয়ের জন্য় থাকছে ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বালুরঘাট কেন্দ্রের জন্য থাকছে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রায়গঞ্জের জন্য সবচেয়ে বেশি সংখ্য়ায় কেন্দ্রীয় বাহিনী থাকছে- ১১১ কোম্পানি। নিরাপত্তার দায়িত্বে থাকছে রাজ্য পুলিশও। মোট ১২, ৯৮৩ জন রাজ্য পুলিশ থাকছে ভোটের কাজে।

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

advertisement
April 26, 20245:21 PM IST

লোকসভা নির্বাচন ২০২৪ লাইভ: সন্দেশখালিতে NSG কমান্ডোরা রোবট দিয়ে তল্লাশি NSG-র

ইডি, সিবিআইয়ের পর এবার সন্দেশখালিতে এনএসজি ৷ কমান্ডোরা রোবট দিয়ে তল্লাশি চালাচ্ছেন ৷ এলাকা খালি করা হচ্ছে কারণ এলাকায় বিস্ফোরক জাতীয় বস্তু আছে বলে অনুমান করা হচ্ছে ৷
April 26, 20244:38 PM IST

লোকসভা নির্বাচন ২০২৪ লাইভ: সন্দেশখালিতে এনএসজি কম্যান্ডোরা !

সন্দেশখালিতে অস্ত্রভাণ্ডার ! সরবেড়িয়ায় অস্ত্র-বোমা উদ্ধার সিবিআইয়ের ৷ ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার অস্ত্র-বোমা ৷ শাহজাহান ঘনিষ্ঠদের জেরা করে অস্ত্রের খোঁজ ৷ বাড়ির বিভিন্ন জায়গায় স্ক্যানার দিয়ে তল্লাশি এজেন্সির ৷ সন্দেশখালির সরবেড়িয়ায় NSG কম্যান্ডো বাহিনী ৷
April 26, 20244:16 PM IST

লোকসভা নির্বাচন ২০২৪ লাইভ: কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মমতা

কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মমতা ৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘তিন বছর বন্ধ ১০০ দিনের টাকা ৷ ১০০  দিনের টাকা তৃণমূল দিয়েছে ৷ ডিসেম্বরের মধ্যে আবাসের টাকা  ৷ আবাসের বাড়ি তৃণমূল করে দেবে ৷ একটাও ভোট বিজেপিকে নয় ৷ বিজেপি বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে ৷ তিনমাস বাদে মানুষ বিজেপিকে তাড়িয়ে দেবে ৷ বিনামূল্যে রেশন তৃণমূল দিচ্ছে ৷ বিজেপি শুধু প্রচার করছে ৷ বিজেপি ধর্মের রাজনীতি করে ৷ CAA-তে আবেদন করলেই বিদেশি হয়ে যাবেন ৷ বাংলায় সিএএ-এনআরসি হবে না ৷ বিজেপির থেকে কোনও ধর্ম শিখব না ৷ বিজেপি ২৬ হাজার চাকরি খেয়েছে ৷ চক্রান্ত করে চাকরি খেয়েছে ৷’’
advertisement
April 26, 20244:48 PM IST

লোকসভা নির্বাচন ২০২৪ লাইভ: দুপুর ৩টে পর্যন্ত দেশে কোথায় কত শতাংশ ভোট পড়ল?

সারা দেশে বিকেল ৩টে পর্যন্ত কোথায় কত শতাংশ ভোট পড়ল, দেখে নিন ৷
April 26, 20243:44 PM IST

লোকসভা নির্বাচন ২০২৪ লাইভ: দুপুর ৩টে পর্যন্ত কত শতাংশ ভোট পড়ল ?

৩টে পর্যন্ত ভোট পড়েছে— ৬০.৬০% দার্জিলিং— ৬১.৯৭%
রায়গঞ্জ— ৬০.২০%
বালুরঘাট— ৫৯.৫৩%
April 26, 20243:31 PM IST

লোকসভা নির্বাচন ২০২৪ লাইভ: শনিবার থেকে আরও বাড়বে তাপমাত্রা !

আগামিকাল, অর্থাৎ শনিবার থেকে আরও বৃদ্ধি পাবে তাপমাত্রা। অন্তত ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। সঙ্গে চলবে তাপপ্রবাহ। ২৮ তারিখ, রবিবার থেকে কলকাতার তাপমাত্রা প্রতিদিন ৪২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী সপ্তাহের শুরুর দিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় Severe Heatwave অ্যালার্ট !
advertisement
April 26, 20242:53 PM IST

লোকসভা নির্বাচন ২০২৪ লাইভ: ফের রাজু বিস্তাকে স্লোগান!

ফের রাজু বিস্তাকে স্লোগান! ফাঁসিদেওয়ায় রাজু বিস্তাকে ‘জয় বাংলা’ স্লোগান তৃণমূলের ৷ পালটা তৃণমূলকে জয় শ্রীরাম স্লোগান বিজেপির ৷
April 26, 20242:51 PM IST

লোকসভা নির্বাচন ২০২৪ লাইভ: বালুরঘাট রিপোর্ট কমিশনে

বালুরঘাট রিপোর্ট কমিশনে ৷ বুথে কোনও জমায়েত নেই ৷ পুলিশের বিরুদ্ধে ভোটারদের অভিযোগ নেই, জানাল কমিশন ৷ সুকান্ত মজুমদারকে রিপোর্ট পাঠাচ্ছে কমিশন
April 26, 20241:58 PM IST

লোকসভা নির্বাচন ২০২৪ লাইভ: সন্দেশখালি মামলা সুপ্রিম কোর্টে

সন্দেশখালি মামলা সুপ্রিম কোর্টে ৷ সন্দেশখালিতে সিবিআই চ্যালেঞ্জ রাজ্যের ৷ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে  সুপ্রিম কোর্টে SLP রাজ্য সরকারের ৷ সিবিআই তদন্ত-সহ একাধিক নির্দেশ চ্যালেঞ্জ ৷ ২৯ এপ্রিল সুপ্রিম কোর্টে মামলার শুনানি ৷
advertisement
April 26, 20241:48 PM IST

লোকসভা নির্বাচন ২০২৪ লাইভ: দুপুর ১টা পর্যন্ত ভোটের হার

দুপুর ১টা পর্যন্ত দার্জিলিঙে ৪৯.০৯ শতাংশ ভোট পড়েছে। ওই সময়ের মধ্যে রায়গঞ্জে ভোট পড়েছে ৪৭.৫৬ শতাংশ ভোট এবং বালুরঘাটে ৪৪.৯৩ শতাংশ ভোট। ১টা পর্যন্ত ভোটদানের সামগ্রিক হার ৪৭.২৯ শতাংশ।
April 26, 20241:35 PM IST

লোকসভা নির্বাচন ২০২৪ লাইভ: পিংলার সভায় দেব

যারা ধর্মের রাজনীতি করছে তাদের কেই আমরা শক্তিশালী করছি। আমরা কি তাদের শক্তিশালী করব, নাকি মানুষ কে বাঁচাবো? ঘাটাল লোকসভা কেন্দ্রের দীর্ঘদিনের সমস্যা হল অতিরিক্ত বৃষ্টি হয় তখন জল চলে আসে।এই জলটা মাসের পর মাস থাকে। দিদি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা রেখেছে। রাজ্য সরকারের হাত ধরে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হচ্ছে।রাজনীতির ভিড়ে কোনও ধর্ম হওয়া উচিত নয়। ঘাটাল লোকসভা কেন্দ্রে উন্নয়ন নিয়ে ভোট হয়, আমি নিশ্চিত ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের বাইরে ভোট পড়বে না।
April 26, 20241:32 PM IST

লোকসভা নির্বাচন ২০২৪ লাইভ: বালুরঘাটের আইসিকে ধমক সুকান্তর

বালুরঘাটের আইসিকে ধমক সুকান্তর ! বুথের বাইরে কেন রাজ্য পুলিশ? প্রশ্ন সুকান্তর ৷ গঙ্গারামপুরের ৪৪ নম্বর বুথের ঘটনা ৷ সুকান্তকে দেখেই ‘উধাও’ হন পুলিশকর্মী ৷ গঙ্গারামপুর বিধানসভার ৪৯ নম্বর ওয়ার্ডে বিজেপির পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় সুকান্ত মজুমদার এলাকায় পৌঁছলে তাঁকে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও রাজ্যের শাসকদলের বক্তব্য, তিনি শান্তিপূর্ণ এলাকায় এসে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন।
advertisement
April 26, 20241:26 PM IST

লোকসভা নির্বাচন ২০২৪ লাইভ: সুকান্ত-বিপ্লবের নামে লিফলেট

বালুরঘাটে দুই প্রতিদ্বন্দ্বী সুকান্ত-বিপ্লবের নামে লিফলেট ! ভোটের দিন এলাকায় লিফলেট ঘিরে তরজা ৷
April 26, 20241:24 PM IST

লোকসভা নির্বাচন ২০২৪ লাইভ: বিক্ষোভের মুখে রাজু বিস্তা

বিক্ষোভের মুখে রাজু বিস্তা! দার্জিলিঙে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের ৷
April 26, 20241:03 PM IST

লোকসভা নির্বাচন ২০২৪ লাইভ: কমিশনে অভিযোগ

দ্বিতীয় দফায় সকাল ১১-টা পর্যন্ত কমিশনে ২৯০টি অভিযোগ জমা পড়েছে ৷ সব থেকে বেশি অভিযোগ দার্জিলিং কেন্দ্রে ৷
advertisement
বাংলা খবর/ খবর/নির্বাচন/
West Bengal Lok Sabha Election 2024 Phase 2 Highlights : পাঁচটা পর্যন্ত রাজ্যে পড়ল ৭১.৮৪ শতাংশ ভোট, শতাংশের বিচারে ভোটগ্রহণে সর্বোচ্চ ত্রিপুরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল