কলকাতা: আজ, শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে মোট ৮৮টি আসনে। এই দফায় বাংলায় তিনটি আসনে ভোটগ্রহণ চলছে। দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট – এই তিন আসনে ভোট নেওয়া হবে।
ভোটগ্রহণ ঘিরে তুঙ্গে উঠেছে প্রস্তুতি। দ্বিতীয় দফার ভোট ঘিরে কড়া নিরাপত্তায় সেজেছে ওই তিন কেন্দ্র। এই দফার ভোটে রাজ্যে মোট ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে দার্জিলিংয়ের জন্য় থাকছে ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বালুরঘাট কেন্দ্রের জন্য থাকছে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রায়গঞ্জের জন্য সবচেয়ে বেশি সংখ্য়ায় কেন্দ্রীয় বাহিনী থাকছে- ১১১ কোম্পানি। নিরাপত্তার দায়িত্বে থাকছে রাজ্য পুলিশও। মোট ১২, ৯৮৩ জন রাজ্য পুলিশ থাকছে ভোটের কাজে।