TRENDING:

Rahul Gandhi Election Results: রায়বরেলি এবং ওয়ানাদ, দুই কেন্দ্রেই লক্ষাধিক ভোটে জয়ী রাহুল গান্ধি! কংগ্রেসে ফিরল অমেঠিও

Last Updated:

১৯৫২ সালে প্রতিষ্ঠিত, লোকসভা কেন্দ্র রায়বেরেলি৷ উত্তরপ্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই সংসদীয় কেন্দ্র চিরকালই কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত৷ এখান থেকেই একসময় লড়তেন ইন্দিরা গান্ধি৷ পরবর্তীকালে ফিরোজ গান্ধি, সনিয়া গান্ধির মতো মতো গান্ধি পরিবারের সদস্যেরাও এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন৷ ২০টি লোকসভা নির্বাচনের মধ্যে ১৭টিতে জয়ী হয়েছে কংগ্রেস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: উত্তরপ্রদেশের রায়বরেলি এবং দক্ষিণের ওয়ানাদ দু’টি কেন্দ্র থেকেই বিরাট মার্জিনে জয়ী হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ ওয়ানাদ থেকে ২০১৯ এর নির্বাচনে জয়ী হলেও অমেঠি থেকে জিততে পারেননি রাহুল৷ তবে এবার সেই অমেঠি কেন্দ্রও বিজেপির স্মৃতি ইরানির কাছ থেকে উদ্ধার করল কংগ্রেস৷
advertisement

রায়বরেলি এবং অমেঠি৷ উত্তরপ্রদেশের এই দুই কেন্দ্র কে হতে চলেছেন কংগ্রেস প্রার্থী৷ এই প্রশ্ন মনোনয়ন পত্র জমা দেওয়ার কয়েকদিন আগে পর্যন্ত জিইয়ে রেখেছিল কংগ্রেস৷ সনিয়া গান্ধি লোকসভা নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত ঘোষণা করার পরে প্রশ্ন ছিল তবে রায়বরেলি থেকে কংগ্রেসের হয়ে কে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন৷ প্রিয়ঙ্কা গান্ধি বঢরার স্বামী রবার্ট বঢরার নাম প্রথম দিকে খানিক শোনা গেলেও, পরের দিকে প্রশ্ন উঠতে থাকে, কে লড়বেন রায়বরেলি থেকে, রাহুল না প্রিয়ঙ্কা৷ শেষমেশ অবশ্য মায়ের ছেড়ে যাওয়া কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী করা হয় রাহুলকে৷ সেই রাহুলই রায়বরেলি কেন্দ্র থেকে জয়ী হলেন প্রায় ৪ লক্ষেরও বেশি ভোটে৷

advertisement

আরও পড়ুন: অমেঠিতে স্মৃতি ইরানিকে লক্ষ ভোটে হারালেন কংগ্রেসের কিশোরী লাল! আবেগপূর্ণ পোস্ট প্রিয়ঙ্কা গান্ধির

রায়বরেলিতে প্রতিদ্বন্দ্বী দীনেশ প্রতাপ সিং-কে বিরাট মার্জিনে হারিয়ে জয়ী হলেন রাহুল গান্ধি৷ ২০১৯ সালে এই দীনেশ প্রতাপ সিংকে ১ লক্ষ ৬৭ হাজার ১৭৮ ভোটে হারিয়েছিলেন সনিয়া৷ রাহুল গান্ধি সেই মার্জিনও ছাপিয়ে গড়লেন রেকর্ড৷

আরও পড়ুন: বিশ্বাসঘাতকতার বদলা? মহারাষ্ট্রে বিজেপি শিণ্ডের এনডিএ-কে ছাপিয়ে গেল এনসিপি-উদ্ধবের ইন্ডিয়া!

advertisement

১৯৫২ সালে প্রতিষ্ঠিত, লোকসভা কেন্দ্র রায়বেরেলি৷ উত্তরপ্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই সংসদীয় কেন্দ্র চিরকালই কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত৷ এখান থেকেই একসময় লড়তেন ইন্দিরা গান্ধি৷ পরবর্তীকালে ফিরোজ গান্ধি, সনিয়া গান্ধির মতো মতো গান্ধি পরিবারের সদস্যেরাও এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন৷ ২০টি লোকসভা নির্বাচনের মধ্যে ১৭টিতে জয়ী হয়েছে কংগ্রেস।

অন্যদিকে, উত্তরপ্রদেশের অমেঠিতেও বড় জয় কংগ্রেসের৷ এক লাখ ভোটেরও বেশি লিড নিয়ে রাহুল গান্ধির ছেড়ে যাওয়া আসন থেকে জিতেছেন গান্ধি পরিবারেরই ঘনিষ্ঠ সেনানি কিশোরী লাল৷ হারের মুখ দেখতে হল বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

গণনার শুরু থেকেই অমেঠিতে নিজের লিড বজায় রেখেছিলেন কংগ্রেসের পুরনো নেতা কিশোরী লাল৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, স্মৃতি ইরানির চেয়ে ১ লক্ষ ২ হাজার ,৮৩৬ ভেটে এগিয়ে ছিলেন কিশোরী৷

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Rahul Gandhi Election Results: রায়বরেলি এবং ওয়ানাদ, দুই কেন্দ্রেই লক্ষাধিক ভোটে জয়ী রাহুল গান্ধি! কংগ্রেসে ফিরল অমেঠিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল