TRENDING:

Lok Sabha Elections 2024 6 phase: হিরণের গাড়িতে পড়ল ঢিল, রাস্তায় দাউ দাউ করে জ্বলল আগুন! কেশপুরে দফায় দফায় বিক্ষোভ তৃণমূলকর্মীদের

Last Updated:

এমনকি, হিরণকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগানও দিতে দেখা যায় বিক্ষোভকারীরা৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। রাস্তাতে খড় জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা৷   

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেশপুর: ভোটের দিন দফায় দফায় উত্তেজনা কেশপুরে৷ রাস্তার মধ্যেই দাউ দাউ করে জ্বলল আগুন৷ বিজেপি প্রার্থী হিরণকে ঘিরে বিক্ষোভ৷ তাঁর বিরুদ্ধে এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগ৷ এলাকায় ঢুকতে বাধা৷
advertisement

ভোটের দিন সকাল থেকেই যথেষ্ট সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় অর্থাৎ, হিরণকে৷ ভোটের সকালে রাস্তায় নামার পরেই কার্যত রণংদেহী মেজাজে দেখা যায় তাঁকে। হিরণের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী সম্পূর্ণ নিষ্ক্রিয়৷ দেখা মিলছে না ক্যুইক রেসপন্স টিমেরও। ভোটারদের বাধা দেওয়ারও অভিযোগ তোলেন তিনি৷ হিরণের দাবি, পুলিশ এলাকা জুড়ে সন্ত্রাস চালিয়েছে। পুলিশের সঙ্গে তাঁর বচসার ছবি প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই।

advertisement

লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

আরও পড়ুন: ভোট দিয়ে বেরিয়েই মায়ের সঙ্গে সেলফি রাহুলের! তাপপ্রবাহের সতর্কতার মাঝে জমজমাট দিল্লির ভোট

অন্যদিকে, লাঠি, বাঁশ নিয়ে হিরণের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর ঘটনাও সামনে এসেছে৷ স্থানীয় সূত্রের খবর, বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করেও নাকি ঢিল ছোঁড়া হয়েছে৷ ঘাটাল লোকসভার কেশপুরের আনন্দপুর থানার খেড়িয়াবালি এলাকায় বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় অর্থাৎ হিরণের গাড়ি আটকে বাঁশ লাঠি হাতে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী, সমর্থক-সহ গ্রামবাসীর একাংশ। হিরণের গাড়ির সামনে রীতিমতো শুয়ে পড়েন তৃণমূলকর্মীদের একাংশ৷

advertisement

এমনকি, হিরণকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগানও দিতে দেখা যায় বিক্ষোভকারীরা৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। রাস্তাতে খড় জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা৷

আরও পড়ুন: ভোট হচ্ছে কাশ্মীরে! সকাল সকালই কারচুপির অভিযোগে সরব মেহবুবা মুফতি, এজেন্ট বসতেও বাধার অভিযোগ

গ্রামবাসীর অভিযোগ, বিজেপি প্রার্থী হিরণ এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছেন। গত শুক্রবার রাতে হিরণ এলাকায় বিজেপি কর্মীদের পাঠিয়ে গ্রামবাসীর উপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ তাঁদের। তাই এলাকায় হিরণকে ঢুকতে দেওয়া হবে না। প্রায় ঘণ্টাখানেক গ্রামবাসীর বিক্ষোভের জেরে আটকে থাকে হিরণের কনভয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অন্যদিকে, দিনের শুরুতেই ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে তাঁর প্রতিপক্ষ হিরণ সম্পর্কে প্রশ্ন করা হলে নিরুত্তাপ গলায় সেই প্রশ্নের উত্তর দেন দেব৷ বলেন, ‘‘গত তিনমাস ধরে অনেক কথা বলেছি৷ আজ আর কিছু বলব না৷ আমার বিশ্বাস, আজও সংবাদ শিরোনামে উঠে আসার জন্য কিছু না কিছু করবে ও৷’’

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Elections 2024 6 phase: হিরণের গাড়িতে পড়ল ঢিল, রাস্তায় দাউ দাউ করে জ্বলল আগুন! কেশপুরে দফায় দফায় বিক্ষোভ তৃণমূলকর্মীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল