Lok Sabha Elections 2024 phase 6: ভোট হচ্ছে কাশ্মীরে! সকাল সকালই কারচুপির অভিযোগে সরব মেহবুবা মুফতি, এজেন্ট বসতেও বাধার অভিযোগ

Last Updated:

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই এজেন্ট ধরপাকড় ঘিরে উত্তেজনা দেখা দেয় এলাকা৷ তাঁর দল পিডিপি-র এজেন্টদের বেআইনি ভাবে আটকে রাখার অভিযোগ তোলেন মুফতি পুলিশের বিরুদ্ধে৷ এনিয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে করে বিক্ষোভ অবস্থানেও বসেন মুফতি৷

শ্রীনগর: শনিবার, ২৫ মে দেশের ৫৮টি সংসদীয় আসনে ভোটগ্রহণ হওয়ার পাশাপাশি ভোটগ্রহণ চলছে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি কেন্দ্রেও৷ সকাল থেকেই এদিন বুথের বাইরে ভিড় জমান এই কেন্দ্রের ভোটাররা৷ ভোটকে কেন্দ্র করে জম্মু ও কাশ্মীরের মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো৷ ভোটদানের ছবি ও ভিডিও বিশেষ ভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় নির্বাচন কমিশনের তরফেও৷ এই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি৷তাঁর বিরুদ্ধে এখানে প্রার্থী জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের মিঞাঁ আলতাফ আহমেদ৷
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই এজেন্ট ধরপাকড় ঘিরে উত্তেজনা দেখা দেয় এলাকা৷ তাঁর দল পিডিপি-র এজেন্টদের বেআইনি ভাবে আটকে রাখার অভিযোগ তোলেন মুফতি পুলিশের বিরুদ্ধে৷ এনিয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে করে বিক্ষোভ অবস্থানেও বসেন মুফতি৷
advertisement
advertisement
আরও পড়ুন: ভোটের সকালেও নন্দীগ্রামে ঝরল রক্ত! এবার আক্রান্ত তৃণমূল, ভাঙচুর করা হল মোটরবাইকও
মুফতির অভিযোগ, ‘‘কোনও কারণ ছাড়াই পিডিপি কর্মীদের থানায় আটকে রাখা হচ্ছে। ডিজি, এলজি-সহ উপর থেকে নীচ পর্যন্ত সব আধিকারিকেরা এতে জড়িত। তাঁরা পিডিপি পোলিং এজেন্টদের থানায় তালাবন্ধ করে রেখে দিয়েছেন। আপনারা বলেছিলেন যে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু আপনারাই এই সব করছেন… বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে মেশিনে (ইভিএম) কারচুপির চেষ্টা করা হচ্ছে৷’’ এনিয়ে নির্বাচন কমিশনেও অভিযোগ জানিয়েছেন তিনি৷
advertisement
আরও পড়ুন: কাশ্মীরের রাজৌরি থেকে পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম! ষষ্ঠ দফায় দেশজুড়ে ৫৮ আসনে ভাগ্য পরীক্ষা ৮৮৯ জন প্রার্থীর
ইতিমধ্যেই ভোট দিয়েছেন ভোট দিলেন জম্মু ও কাশ্মীরের বিজেপি সভাপতি রবিন্দর রায়না। তিনি বলেন, ‘‘ভারতে গণতন্ত্রের উৎসব হচ্ছে। গোটা জম্মু ও কাশ্মীরে আনন্দের পরিবেশ। শ্রীনগরে ৪০ শতাংশ ভোট পড়েছে, উত্তর কাশ্মীরের বারামুল্লায় ৬০ শতাংশ ভোট পড়েছে এবং আজ অনন্তনাগ-রাজৌরি কেন্দ্রে ভোট হচ্ছে।’’
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Elections 2024 phase 6: ভোট হচ্ছে কাশ্মীরে! সকাল সকালই কারচুপির অভিযোগে সরব মেহবুবা মুফতি, এজেন্ট বসতেও বাধার অভিযোগ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement