এদিন সকাল ৭টা বেজে ৪৩ মিনিটে ভোট দান করেন মোদি৷ ভোটদানের আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন তিনি৷ তৃতীয় দফার ভোটগ্রহণ পর্বে দেশবাসীক রেকর্ড সংখ্যক ভোটদানের আহ্বান জানান মোদি৷ লেখেন, ‘আজ যাঁরা ভোট দেবেন, তাঁদের সবাইকে রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি৷ তাঁদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই নির্বাচনকে আরও প্রাণবন্ত করে তুলবে৷’
advertisement
আরও পড়ুন: দেশজুড়ে শুরু তৃতীয় দফার ভোটগ্রহণ, আহমেদাবাদে ভোট দিলেন মোদি-শাহ
এদিন সকাল ৭টা নাগাদ ভোট দেওয়ার জন্য গুজরাতের রাজভবন থেকে বের হন মোদি৷ তারপরে রওনা দেন গান্ধিনগরের বুথের উদ্দেশে৷ বুথের বেশ কিছুটা দূরেই থেমে যায় তাঁর কনভয়৷ সেখান থেকে খালি পায়ে হেঁটেই বুথের ভিতরে প্রবেশ করেন মোদি৷
সেখানে আগে থেকেই পৌঁছে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তাঁর ভোটদানও হয়ে গিয়েছিল৷ প্রধানমন্ত্রী পৌঁছনোর পরে তাঁকে সঙ্গে নিয়েই দু’জনে ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে যান, এবং প্রধানমন্ত্রী সেখানে ভোট দেন৷ ভোট দিয়ে বেরিয়েও জনসাধারণের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানাতে দেখা যায় তাঁকে৷
ভোট দেওয়ার পরে সংবাদমাধ্যমের উদ্দেশে কথা বলার সময় মোদি বলেন, ‘‘আহমেদাবাদে ভোট দেওয়ার পর মিডিয়ার উদ্দেশে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “ আজ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট। আমি দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি, তাঁরা যেন বেশি সংখ্যায় ভোট দেন। সকলে মিলে গণতন্ত্রকে উৎসবের ন্যায় পালন করুন৷ আমাদের দেশে ‘দান’-এর গুরুত্ব অপরিসীম এবং সেই চেতনাকে সঙ্গী করেই যথাসম্ভব বেশি ভোটদানের আহ্বান রাখছি দেশবাসীর কাছে। ৪ দফা ভোট এখনও বাকি। গুজরাতের একজন ভোটার হিসেবে, এটাই একমাত্র জায়গা যেখানে আমি নিয়মিত ভোট দিযে আসছি এবং অমিত ভাই এখান থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন… ’’
ইতিমধ্যেই গুজরাতের সুরাত আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিজেপি৷ আজ, মঙ্গলবার দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ-তে দু’টি লোকসভা আসনে ভোট হচ্ছে। এগুলি ছাড়াও আসামের ৪টি, বিহারের ৫টি, ছত্তিশগড়ে ৭টি, মধ্যপ্রদেশের ৮টি, মহারাষ্ট্রের ১১টি, উত্তরপ্রদেশের ১০টি এবং পশ্চিমবঙ্গের ৪টি আসনে ভোট হবে।