এদিন মঞ্চ থেকেই খোলাখুলি শওকতের প্রশংসা করতে দেখা যায় মমতাকে৷ তৃণমূলনেত্রী বলেন, ‘‘শওকত মোল্লাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালবাসি। ও দিল দিয়ে কাজ করে। বেচারা শওকতের মতো একটা ছেলেকেও মধ্যরাতে নোটিস পাঠিয়েছে, ভাবুন।’’
advertisement
একই দিনে টেট দুর্নীতি কাণ্ডে তলব করা হয়েছিল বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে৷ তৃণমূলনেত্রীর কথায় এদিন উঠে আসে সেই প্রসঙ্গও৷ মমতা বলেন, ‘‘কাল মধ্যরাতে ওকে ( শওকতকে) নোটিস পাঠিয়েছ। লজ্জা করে না? আমি বলে রাখতে চাই সিবিআই অফিসারদের মোদি বাবু থাকবেন না। ভোটের আগে এইগুলো করা যায় না। ও বাঘের বাচ্চার মতো লড়াই করে। আজ দেবরাজকেও ডেকেছে। আমি আসার আগে কমপ্লেইন করে এলাম।’’
তিন দিন পরে রাজ্যে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। তার আগেই তলব করা হল শওকত মোল্লাকে। যদিও এদিন হাজিরা এড়িয়ে যান তিনি। সূত্রের খবর, তিনি সিবিআইকে জানিয়েছেন, তাঁর পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি ছিল। সেইকারণে সিবিআই দফতরে আসতে পারেননি তিনি। অন্যদিকে, একই কারণ জানিয়ে সিবিআই দফতরে যাননি দেবরাজও৷
উল্লেখ্য, কয়লা পাচার মামলায় একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে শওকতকে। হাজিরাও দিয়েছেন তিনি।