Mamata Banerjee: দক্ষিণ কলকাতা জুড়ে মেগা রোড শো মমতার! ক’টা থেকে শুরু, বৃহস্পতিবার কোথা থেকে কতদূর পর্যন্ত পদযাত্রা? জেনে রাখুন এখনই

Last Updated:

বুধবার প্রচারসভার মঞ্চ থেকে মমতা বলেন, ‘‘কাল আমি পুরো সাউথ ক্যালকাটা ১২ কিমি মিছিল করব। আমি বলেছিলাম অভিষেককে তোর এখানে যাব। তাই আজ এলাম। মোদিজি গতকাল যেখানে মিটিং করলেন, আজ আমি সেই শ্যামবাজার থেকে বিবেকানন্দ বাড়ি অবধি মিছিল করলাম। আজ আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম। মোদি গিয়েছিল গতকাল রাজনীতি করতে।’’

কলকাতা: গত মঙ্গলবারই কলকাতা উত্তর ও দক্ষিণে জোড়া পদযাত্রা করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘটনাচক্রে ওইদিনই উত্তর কলকাতায় পদযাত্রা করেন নরেন্দ্র মোদিও৷ বুধবার মেটিয়াংবুরুজের প্রচারসভা থেকে মমতা জানান, আগামিকাল, বৃহস্পতিবারও কলকাতার রাস্তায় রোড শো করবেন তিনি৷
বুধবার প্রচারসভার মঞ্চ থেকে মমতা বলেন, ‘‘কাল আমি পুরো সাউথ ক্যালকাটা ১২ কিমি মিছিল করব। আমি বলেছিলাম অভিষেককে তোর এখানে যাব। তাই আজ এলাম। মোদিজি গতকাল যেখানে মিটিং করলেন, আজ আমি সেই শ্যামবাজার থেকে বিবেকানন্দ বাড়ি অবধি মিছিল করলাম। আজ আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম। মোদি গিয়েছিল গতকাল রাজনীতি করতে।’’
advertisement
advertisement
আরও পড়ুন: ‘অভিষেককে গ্রেফতার করবে, করে দেখাও..,’ মোদিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা! সিপিএম-বিজেপি আঁতাঁত নিয়ে বিস্ফোরক অভিযোগ
কালীঘাটের সভায় তৃণমূলনেত্রী জানান, আগামিকাল বৃহস্পতিবার দুপুর ২টো থেকে জমায়েত শুরু হবে৷ তারপর সুকান্ত সেতু হয়ে গোপাল নগর পর্যন্ত ১২ কিলোমিটার মিছিল হবে।
আগামিকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা রোড শো কোন পথে হবে? তৃণমূল সূত্রের খবর, মিছিল যাবে যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড থেকে বালিগঞ্জ ফাঁড়ি (ভায়া যাদবপুর থানা, ঢাকুরিয়া, গোলপার্ক, গড়িয়াহাট, বালিগঞ্জ ফাঁড়ি)৷ তারপর, হাজরা রোড, শরৎ বোস ক্রসিংস চক্রবেড়িয়া রোড, জাস্টিস চন্দ্র মাধব রোড, রামমোহন দত্ত রোড, অ্যালেনবাই রোড, পদ্মপুকুর রোড, যদুবাবুর বাজার, ডিএন ঘোষ রোড, হরিশ মুখার্জি রোড, কালীঘাট ফায়ার স্টেশন, গোপালনগর৷ গোপালনগরেই শেষ হবে রোড শো৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mamata Banerjee: দক্ষিণ কলকাতা জুড়ে মেগা রোড শো মমতার! ক’টা থেকে শুরু, বৃহস্পতিবার কোথা থেকে কতদূর পর্যন্ত পদযাত্রা? জেনে রাখুন এখনই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement