গত শনিবার মুম্বইয়ে ‘ইন্ডিয়া’ জোটসঙ্গী শিবসেনা (ইউবিটি)-র উদ্ধব ঠাকরের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে৷ সেখানেই সাংবাদিক বৈঠকে খাড়্গেকে প্রশ্ন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে৷ উত্তরে খাড়্গে জানান, মমতাজি ভীষণভাবেই ইন্ডিয়া জোটের অংশ৷
advertisement
তখনই খাড়্গেকে মমতা প্রসঙ্গে অধীর চৌধুরীর অবস্থান সম্পর্কে প্রশ্ন করেন সাংবাদিকেরা৷ উত্তরে খাড়্গের স্পষ্ট মন্তব্য, ‘‘উনি (অধীর চৌধুরী) সিদ্ধান্ত নেওয়ার কেউ নন৷ আমরা এখানে সিদ্ধান্ত নিই, কংগ্রেস সিদ্ধান্ত নেয়, আমাদের হাইকম্যান্ড রয়েছে৷ তাই আমরা যা সিদ্ধান্ত নেব সেটাই ঠিক৷ যা সিদ্ধান্ত নেওয়া হবে, সেটাই বাকিরা অনুসরণ করেন৷ যদি কেউ তা না মানেন, তাহলে তাঁদের চলে যেতে হবে৷’’
প্রসঙ্গত, অধীর চৌধুরী বরাবরই তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের তুমুল সমালোচনা করে থাকেন৷ এমনকি, সম্প্রতি তিনি দাবি করেছিলেন, প্রয়োজনে মমতা বিজেপির সঙ্গেও হাত মেলাতে পারেন৷ অন্যদিকে, তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বাংলায় ‘ইন্ডিয়া’ জোট কার্যকর না হাওয়ার জন্য দায়ী করেছেন অধীর চৌধুরীকে৷
ঘটনাচক্রে, অধঈর প্রসঙ্গে খাড়্গের গত শনিবারের মন্তব্যের পরে গত রবিবার কলকাতার কংগ্রেস কার্যালয়ের বাইরে লাগানো পোস্টারে খাড়্গের ছবির উপরে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটে৷
যদিও নিজের এই মন্তব্যের পরে কংগ্রেসের ৫ বারের সাংসদ অধীর চৌধুরীকে দলের ‘লড়াকু সৈনিক’ বলে প্রশংসাও করেছেন মল্লিকার্জুন খাড়্গে৷