পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট
সূত্রের খবর, বৈঠকে বলা হয়েছে, ‘নন্দীগ্রাম’-এর পুনরাবৃত্তি চায় না নির্বাচন কমিশন। গণনা চলাকালীন বিদ্যুৎ সরবরাহ বন্ধ যেন না হয়। বিদ্যুৎ সরবরাহ চালু রাখতে কড়া নির্দেশ কমিশনের। বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে গণনাকেন্দ্রে বাড়তি জেনারেটের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে কমিশন।
advertisement
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে গণনা চলাকালীন লোডশেডিং-এর ঘটনা ঘটেছিল। যা নিয়ে বিতর্ক তৈরি হয়৷ ওই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী৷ প্রথমে জয়ী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হলেও পরে ওই কেন্দ্রের জয়ী প্রার্থীর নাম হিসাবে ঘোষিত হয় শুভেন্দু অধিকারীর নাম৷ ওই কেন্দ্রের ফলাফল নিয়ে এখনও টানাপড়েন চলছে আদালতে৷
ওয়াকিবহাল মহলের মতে, এই সমস্ত কারণেই গণনাকন্দ্রে বিদ্যুৎ সরবরাহ নিয়ে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, এসপি, সিপিদের বিশেষভাবে সতর্ক করল নির্বাচন কমিশন।
নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট
কাউন্টিং এজেন্টদের পরিবারকেও নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। কাউন্টিং এজেন্ট হুমকি পেলে স্থানীয় পুলিশ ব্যাবস্থা নেবে। কাউন্টিং এজেন্টদের নিরাপত্তা নিয়ে স্থানীয় পুলিশকে ব্যাবস্থা নিতে হবে। সব দলের কাউন্টিং এজেন্ট যাতে প্রয়োজনীয় নিরাপত্তা পায় তার ব্যবস্থা করতে হবে। গণনাকেন্দ্রে হিংসা রুখতে নজিরবিহীন নির্দেশ নির্বাচন কমিশনের।
পাশাপাশি জানানো হয়েছে, ৪ জুন ভোটগণনা মিটে গেলেও ৬ জুন পর্য্ন্ত কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে এলাকার প্রশাসনকে। সোমবার নির্বাচন কমিশন ৪২টি লোকসভা কেন্দ্রের deo, CP/sp দের নিয়ে বৈঠক করে। সেই বৈঠকেই এই নির্দেশ নির্বাচন কমিশন দেয় বলে কমিশন সূত্রে খবর।
প্রায় ১ ঘণ্টার বৈঠকে নন্দীগ্রামের ঘটনা প্রসঙ্গ উঠে এল। জাতীয় নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনারএর মুখেই উঠে আসে ২০২১-এর নন্দীগ্রাম প্রসঙ্গ।