TRENDING:

Lok Sabha Elections: প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতেও বুথে বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন ২৯৯ কোম্পানি

Last Updated:

বালুরঘাট লোকসভা কেন্দ্রে মোট বাহিনী মোতায়েন থাকছে ৭৩ কোম্পানি৷ ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার হবে স্ট্রংরুমের নিরাপত্তায়৷ ২১ কোম্পানি রাজ্যের অন্যত্র কনফিডেন্স ব্লিডআপ হিসাবে ব্যবহৃত হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তরবঙ্গ: গত শুক্রবারই হয়ে গেল ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রথম। পরবর্তী দফার ভোট ২৬ এপ্রিল। প্রথম দফার মতোই দ্বিতীয় দফার ভোটেও সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে চলেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় মোতায়েন থাকবে ২৯৯ কোম্পানি বাহিনী।
advertisement

ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে গিয়েছে বাহিনী৷ দার্জিলিং কেন্দ্রে মোট বাহিনী থাকছে ৮৮ কোম্পানি৷ তারমধ্যে দার্জিলিংয়ে ৫১, শিলিগুড়িতে ২১,কালিম্পংয়ে ১৬৷

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মোট বাহিনী থাকছে ১১১৷ তার মধ্যে ইসলামপুর পুলিশ জেলায় ৫১ এবং রায়গঞ্জে মোতায়েন থাকছে ৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷

আরও পড়ুন: বাংলায় ৭৭ শতাংশের বেশি, প্রথম দফায় গোটা দেশে ভোটদানের হার ৬০.০৩ শতাংশ

advertisement

বালুরঘাট লোকসভা কেন্দ্রে মোট বাহিনী মোতায়েন থাকছে ৭৩ কোম্পানি৷ ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার হবে স্ট্রংরুমের নিরাপত্তায়৷ ২১ কোম্পানি রাজ্যের অন্যত্র কনফিডেন্স ব্লিডআপ হিসাবে ব্যবহৃত হবে৷

আরও পড়ুন: বৃষ্টি আসছে…এবার দিন জানিয়ে দিল আলিপুর! তাপপ্রবাহের মাঝেই তুমুল ভিজবে দক্ষিণবঙ্গের ১০ জেলা

আরও পড়ুন: বৃষ্টি আসছে…এবার দিন জানিয়ে দিল আলিপুর! তাপপ্রবাহের মাঝেই তুমুল ভিজবে দক্ষিণবঙ্গের ১০ জেলা

advertisement

প্রথম দফার ভোটগ্রহণে বিকেল গোটা দেশে ভোট পড়ল ৬০ শতাংশেরও কম৷ জাতীয় নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, প্রথম দফায় ৯৭টি আসনে সন্ধে ৭টা পর্যন্ত ভোট পড়েছে ৬০.০৩ শতাংশ৷ এর মধ্যে পশ্চিমবঙ্গের তিনটি আসনে ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ৷ আবার বিহারে ভোট পড়েছে ৪৬.৩২ শতাংশ৷

পশ্চিমবঙ্গ, অসমের মতো হাতেগোণা কয়েকটি রাজ্য বাদ দিলে এ দিন সকাল থেকেই ভোটদানের হার গোটা দেশেই বেশ কম ছিল৷ এর একটি কারণ অবশ্যই প্রবল গরম৷ কিন্তু এই কম ভোটদানের হার কোন শিবিরের চিন্তার কারণ হয়ে দাঁড়াবে, তা অবশ্য জানা যাবে আগামী ৪ জুন৷ ত্রিপুরার একটি আসনেই দেশের মধ্যে সর্বাধিক ভোট পড়েছে ৭৯ শতাংশের কিছু বেশি৷

advertisement

নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ ছাড়াও ৭০ শতাংশের উপরে ভোট পড়েছে অসম, ত্রিপুরা, পুদুচেরির মতো রাজ্যে৷ বিহারের চারটি লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৪৬.৩২ শতাংশ৷ উত্তর প্রদেশের ৮টি লোকসভা কেন্দ্রেও ভোটদানের হার ৫৭ শতাংশের কিছু বেশি৷ মধ্যপ্রদেশেও আজ ৬টি আসনে ভোটগ্রহণ হয় আজকে৷ বিজেপি শাসিত এই রাজ্যে ভোট পড়েছে ৬৩.২৫ শতাংশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা নেই হোটেলের রুম! কেন সবাই ভিড় জমাচ্ছেন বক্সা এবং জলদাপাড়ার জঙ্গলে?
আরও দেখুন

এ দিন তামিলনাড়ুর ৩৯টি লোকসভা কেন্দ্রেই ভোটগ্রহণ হয়৷ দক্ষিণের রাজ্যটিতে ভোটদানের হার ছিল ৬২.০৮ শতাংশ৷

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Elections: প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতেও বুথে বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন ২৯৯ কোম্পানি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল