Lok Sabha elections 2024: বাংলায় ৭৭ শতাংশের বেশি, প্রথম দফায় গোটা দেশে ভোটদানের হার ৬০.০৩ শতাংশ

Last Updated:

পশ্চিমবঙ্গের তিনটি আসনে ভোট পড়েছে সর্বাধিক ৭৭.৫৭ শতাংশ৷ আবার বিহারে ভোট পড়েছে ৪৬.৩২ শতাংশ৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
নয়াদিল্লি: প্রথম দফার ভোটগ্রহণে বিকেল গোটা দেশে ভোট পড়ল ৬০ শতাংশেরও কম৷ জাতীয় নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, প্রথম দফায় ৯৭টি আসনে সন্ধে ৭টা পর্যন্ত ভোট পড়েছে ৬০.০৩ শতাংশ৷ এর মধ্যে পশ্চিমবঙ্গের তিনটি আসনে ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ৷ আবার বিহারে ভোট পড়েছে ৪৬.৩২ শতাংশ৷
পশ্চিমবঙ্গ, অসমের মতো হাতেগোণা কয়েকটি রাজ্য বাদ দিলে এ দিন সকাল থেকেই ভোটদানের হার গোটা দেশেই বেশ কম ছিল৷ এর একটি কারণ অবশ্যই প্রবল গরম৷ কিন্তু এই কম ভোটদানের হার কোন শিবিরের চিন্তার কারণ হয়ে দাঁড়াবে, তা অবশ্য জানা যাবে আগামী ৪ জুন৷ ত্রিপুরার একটি আসনেই দেশের মধ্যে সর্বাধিক ভোট পড়েছে ৭৯ শতাংশের কিছু বেশি৷
advertisement
advertisement
নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ ছাড়াও ৭০ শতাংশের উপরে ভোট পড়েছে অসম, ত্রিপুরা, পুদুচেরির মতো রাজ্যে৷ বিহারের চারটি লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৪৬.৩২ শতাংশ৷ উত্তর প্রদেশের ৮টি লোকসভা কেন্দ্রেও ভোটদানের হার ৫৭ শতাংশের কিছু বেশি৷ মধ্যপ্রদেশেও আজ ৬টি আসনে ভোটগ্রহণ হয় আজকে৷ বিজেপি শাসিত এই রাজ্যে ভোট পড়েছে ৬৩.২৫ শতাংশ৷
advertisement
এ দিন তামিলনাড়ুর ৩৯টি লোকসভা কেন্দ্রেই ভোটগ্রহণ হয়৷ দক্ষিণের রাজ্যটিতে ভোটদানের হার ছিল ৬২.০৮ শতাংশ৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha elections 2024: বাংলায় ৭৭ শতাংশের বেশি, প্রথম দফায় গোটা দেশে ভোটদানের হার ৬০.০৩ শতাংশ
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement