বিজেপির দাবি, তাঁদের ‘সংকল্প পত্রে’ প্রধানত জোর দেওয়া হয়েছে মহিলা, যুবসমাজ, চাষি এবং গরিব সম্প্রদায়ের মানুষের উপরে৷ সংকল্প পত্রে বিজেপি জানিয়েছে, ক্ষমতায় এলে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) এবং এক দেশ এক নির্বাচন (one Nation one Election) চালু করবে তারা।
ইস্তেহার প্রকাশকালে মোদি বলেন, ‘‘এই সংকল্প পত্র উন্নত ভারতের চার মূল স্তম্ভ ক্ষমতায়নকে নিশ্চিত করে৷ যুব সমাজের ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন, গরিবের ক্ষমতায় এবং চাষির ক্ষমতায়ন৷’’
advertisement
বিজেপি যা প্রতিশ্রুতি দেয়, তা পূর্ণ করে, এমন দাবি মনে করিয়ে মোদি বলেন, ‘‘যুবসমাজের ক্ষমতায়নে আমরা ‘নিবেশ সে নকরি’ অর্থাৎ, বিনিয়োগ থেকে চাকরি, এই লক্ষ্য রেখে চলব৷’’
আরও পড়ুন: সাপের মতোই বিষাক্ত…সারা শরীরজুড়ে বিষ! পৃথিবীর সবচেয়ে বিষধর এই পাখির নাম জানেন?
পাশাপাশি, আগামী ৫ বছর বিনামূল্যে রেশন থেকে শুরু করে সত্তরোর্ধ্ব প্রবীণ ব্যক্তিদের চিকিৎসার জন্য ‘আয়ুষ্মান ভারত’ সবই রাখা হয়েছে ইস্তেহারে৷ নির্বাচনের সংকল্প পত্রে গরিবদের জন্য ৩ কোটি বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির তরফে৷ এছাড়া, মুদ্র যোজনার অধীনে ঋণের ঊর্ধ্বমাত্রা ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২০ লক্ষ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে৷
উত্তর-পূর্ব ভারতের জন্য বুলেট ট্রেন, পরিযায়ী শ্রমিকদের জন্য ই-শ্রম পোর্টাল, 5G-র আরও বিস্তারিত করে 6G প্রণনয়নে সাহায্য করা৷ সারা বিশ্বজুড়ে রামায়ণ উৎসব যাপন, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কড়া আইন ইত্যাদি আরও নানা প্রতিশ্রুতি রাখা হয়েছে বিজেপির ইস্তেহার পত্রে৷