TRENDING:

Karnataka Assembly election 2023: 'মহাদেবের' মহা কীর্তি, ১০৩ বছরে দিলেন ভোট, নাগরিক অধিকার বলে কথা

Last Updated:

বাড়ি থেকে ভোটদানের জন্য নির্বাচন কমিশনের বিশেষ ব্যবস্থার সুবাদে এবার ভোট দিলেন কর্ণাটকের বেলাগাভি জেলার চিক্কোরি কেন্দ্রের বাসিন্দা ১০৩ বছরের মহাদেব মহালিঙ্গা মালি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু : বাড়ি থেকে ভোটদানের জন্য নির্বাচন কমিশনের বিশেষ ব্যবস্থার সুবাদে এবার ভোট দিলেন কর্ণাটকের বেলাগাভি জেলার চিক্কোরি কেন্দ্রের বাসিন্দা ১০৩ বছরের মহাদেব মহালিঙ্গা মালি। কর্ণাটক বিধানসভা নির্বাচনকে সামনে রেখে, নির্বাচন কমিশন প্রথম এই ব্যবস্থা চালু করল। বাড়ি থেকে ভোট দেওয়ার জন্য এই সুবিধা আশি বছর বয়সের বেশি আর বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য চালু করেছে নির্বাচন কমিশন।
advertisement

কর্ণাটকের বিধানসভা নির্বাচনের সাত দিন বাকি৷ ইতিমধ্যে ২৯ এপ্রিল থেকে বিশেষ ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে৷ অবশ্য ওই পদ্ধতিতে ভোট দেওয়া্র জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে হয়েছে। রাজ্যের মোট ৯৯,৫২৯ জন ভোটার সেই আবেদন করেছিলেন। তার মধ্যে ৮০,২৫০ জন আশি বছর বয়সের বেশি ভোটার আর ১৯,২৭৯ জন বিশেষভাবে সক্ষম। সে ব্যবস্থা অনুযায়ী বাড়ি থেকেই ভোট দিলেন শতায়ু মহাদেব মালি৷ মঙ্গলবার তাঁকে ফোন করে শুভেচ্ছা জানান মুখ্য নির্বাচন কমিশনার। জবাবে তাঁকে ধন্যবাদ জানুান, ১০৩ বছরের ভোটার।

advertisement

আরও পড়ুন:  Amit Shah on Family Politics: রাহুল, অখিলেশ, তেজস্বী, উদ্ধবদের পরিবাতন্ত্রকে কাঠগড়ায় তুললেন শাহ

গত ১১ মার্চ সাংবাদিক বৈঠকে, মুখ্য নির্বাচন কমিশনার, রাজীব কুমার বলেছিলেন, “নির্বাচন কমিশন প্রথমবার ৮০ বছরের বেশি বয়সী ভোটারদের জন্য এই বিশেষ ব্যবস্থা চালু করতে যাচ্ছে। কমিশনের বিশেষ টিম ওই ভোটারদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগে সাহায্য করতে ফর্ম-12 ডি নিয়ে তাঁদের কাছে যাবে।” তিনি জানিয়েছিলেন, নির্বাচন কমিশন ৮০ বছরের বেশি বয়সী ব্যক্তিদেরও ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করে। তবে যারা আসতে পারবেন না তারা এই সুবিধা নিতে পারবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আগামী ৬ মে পর্যন্ত এই বিশেষ ভোটদানের ব্যবস্থা চালু থাকবে। এই কাজের জন্য কর্ণাটকে ২৫৪২টি বিশেষ টিম গঠন করতে হয়েছে নির্বাচন কমিশনকে। দুই জন পোলিং অফিসার, একজন মাইক্রো অবজার্ভার, একজন পুলিশ অফিসার আর একজন ভিডিওগ্রাফার থাকছেন ওই পাঁচ সদস্যের টিমে। তাঁরাই গোটা রাজ্যের নানা জায়গা ঘুরে এভাবে ভোট সংগ্রহ করছেন।

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Karnataka Assembly election 2023: 'মহাদেবের' মহা কীর্তি, ১০৩ বছরে দিলেন ভোট, নাগরিক অধিকার বলে কথা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল