TRENDING:

Lok Sabha Elections 2024 results: সরকার গড়ার প্রচেষ্টা নয়, বরং বিরোধীর আসনেই বসবে ইন্ডিয়া জোট, আর কী সিদ্ধান্ত বৈঠকে?

Last Updated:

Lok Sabha Elections 2024 results: বুধবার ইন্ডিয়া জোটের শরিকদের বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর ইন্ডিয়া জোটের শরিক দলগুলি মিলে সিদ্ধান্ত নিয়েছে যে তারা সরকার গঠনের কোনও চেষ্টা করবে না, বিরোধী আসনেই বসবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বিজেপির বিরুদ্ধে জোট বেঁধে সংখ্যাগরিষ্ঠতায় না পৌঁছলেও বেশ সাফল্য পেয়েছে ইন্ডিয়া শিবির। ২৪০টির কাছাকাছি আসন জিতে সরকার গড়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইন্ডিয়া জোট। রাজনৈতিক মহলে এই আলোচনাও শুরু হয়েছিল যে চন্দ্রবাবু এবং নীতীশ কোন দিকে থাকবেন।
ইন্ডিয়া শিবিরের বৈঠক।
ইন্ডিয়া শিবিরের বৈঠক।
advertisement

আরও পড়ুন: তৃণমূলের সাংসদদের নিয়ে শনিবার কালীঘাটে বৈঠক ডাকলেন নেত্রী মমতা, কী কারণে বৈঠক?

বুধবার ইন্ডিয়া জোটের শরিকদের বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর ইন্ডিয়া জোটের শরিক দলগুলি মিলে সিদ্ধান্ত নিয়েছে যে তারা সরকার গঠনের কোনও চেষ্টা করবে না, বিরোধী আসনেই বসবে। তবে অন্যান্য দলের জন্যও ইন্ডিয়া জোটে যোগদানের রাস্তা খোলা থাকবে বলে জানিয়েছেন খড়্গে।

advertisement

বৈঠকে কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খড়্গে বলেন, “মোদির নেতৃত্বের বিজেপির ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইন্ডিয়া শিবির। বিজেপির সরকারে প্রতি মানুষের অবস্থান বুঝে ঠিক সময়ে আমরা পদক্ষেপ করব”।

লোকসভার ফল প্রকাশের পরের দিন নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে হাজির ছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপ নেতা রাঘব চড্ডা, সমাদবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব প্রমুখ।

advertisement

বৈঠকের শেষে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, “জোটের শরিক দলগুলিকে সমর্থনের জন্য মানুষকে ধন্যবাদ জানিয়েছে ইন্ডিয়া। জনতার রায় বিজেপির ঘৃণা, দুর্নীতি এবং বঞ্চনার রাজনীতির বিরুদ্ধে যোগ্য জবাব দিয়েছে। এটা রাজনৈতিক এবং আদর্শগত ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরাজয়”।

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

শুধু তাই নয়, সেই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, “জনতার এই রায় ভারতের সংবিধানকে বাঁচানোর রায়, মানুষের এই আদেশ মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পুঁজিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রকে বাঁচানোর পক্ষে।

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Elections 2024 results: সরকার গড়ার প্রচেষ্টা নয়, বরং বিরোধীর আসনেই বসবে ইন্ডিয়া জোট, আর কী সিদ্ধান্ত বৈঠকে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল