TRENDING:

TMC: মঞ্চে উঠেও তৃণমূলে যোগদানে নারাজ, বেঁকে বসলেন নির্দল কাউন্সিলর! হতভম্ব ব্রাত্য-সৌগত

Last Updated:

দমদমের রবীন্দ্র ভবনে দলের কর্মিসভায় দেবাশিস বন্দ্যোপাধ্যায় দলে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অন্য দল অথবা নির্দল টিকিটে জয়ী জনপ্রতিনিধিদের শাসক দলে নাম লেখানোর ঘটনায় নতুনত্ব কিছু নেই৷ কিন্তু দল বদলের মঞ্চে শেষ মুহূর্তে কোনও জনপ্রতিনিধি শাসক দলের পতাকা নিতে অস্বীকার করছেন, এমন ঘটনা বিরল৷ তাও আবার এই ঘটনা যদি খোদ এলাকার সাংসদের সামনে ঘটে তাহলে শাসক দলের অস্বস্তি কয়েকগুণ বেড়ে যায়৷
ব্রাত্য বসু, সৌগত রায়ের সামনেই তৃণমূলে যোগদানের প্রস্তাব ফেরালেন নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়৷
ব্রাত্য বসু, সৌগত রায়ের সামনেই তৃণমূলে যোগদানের প্রস্তাব ফেরালেন নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়৷
advertisement

মঙ্গলবার ঠিক সেই ঘটনার সাক্ষী থাকলেন দমদম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা৷ শেষ মুহূর্তে এলাকার সাংসদ এবং এবারে দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নিতে অস্বীকার করলেন দক্ষিণ দমদম পুরসভার নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়৷ এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস৷ দেবাশিস বাবু অবশ্য জানিয়ে দিয়েছেন, নিজের ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেই তৃণমূলে যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি৷

advertisement

আরও পড়ুন: বামদের সঙ্গে জোট করে কোন কোন আসনে লড়বে কংগ্রেস, প্রার্থী হতে পারেন কারা?

দেবাশিস বন্দ্যোপাধ্যায় তৃণমূলের জন্মলগ্ন থেকেই শাসক দলে ছিলেন৷ ২০১৫ সালে কাউন্সিলর নির্বাচিত হন তিনি৷ কিন্তু ২০২২ সালে পুরসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি শাসক দল৷ তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়েই বিপুল ভোটে জয়ী হন দেবাশিস বাবু৷ হারিয়ে দেন তৃণমূলের প্রার্থীকেই৷ নির্দল হিসেবে ভোটে দাঁড়ানোয় তাঁকে ২ বছরের জন্য সাসপেন্ডও করেছিল শাসক দল৷

advertisement

কিন্তু লোকসভা ভোটের মুখে এলাকার জনপ্রিয় এই নেতাকে দলে ফেরাতে উদ্যোগী হয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ সেই মতো এ দিন দমদমের রবীন্দ্র ভবনে দলের কর্মিসভায় দেবাশিস বন্দ্যোপাধ্যায় দলে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়৷ মঞ্চ থেকে ঘোষণাও করা হয় দক্ষিণ দমদম পুরসভার ১৫ নম্বর এবং ৯ নম্বর ওয়ার্ডের দুই নির্দল কাউন্সিলরের হাতে তৃণমূলের পতাকা তুলে দেবেন সাংসদ সৌগত রায়৷ সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ও এলাকার বিধায়ক ব্রাত্য বসুও৷

advertisement

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাইকের সামনে গিয়ে কিছু বলতে চান ১৫ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়৷ মঞ্চে উপস্থিত সৌগত রায়, ব্রাত্য বসু সহ দলের নেতাদের চমকে দিয়েই তিনি ঘোষণা করেন, এখনই তৃণমূলে যোগদান করা তাঁর পক্ষে সম্ভব নয়৷ এর কারণও ব্যাখ্যা করেন দেবাশিস বাবু৷ জানিয়ে দেন, আগে তিনি নিজের ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেই তৃণমূলে ফেরার সিদ্ধান্ত নিতে চান৷ প্রথমে হতচকিত হয়ে গেলেও দেবাশিসবাবুর প্রস্তাবে সম্মতি দেন এলাকার বিধায়ক ব্রাত্য বসু৷ সাংসদ সৌগত রায় অবশ্য অস্বস্তি এড়াতে দাবি করেন, ‘যোগদান তো হয়েছে৷ উনি তো মঞ্চেই ছিলেন৷’

advertisement

দেবাশিস বাবু অবশ্য বলেন, ‘ব্রাত্য বসু এবং সৌগত রায় আজকে আমাকে যোগদান করানোর ঘোষণা করেছিলেন৷ আমাকে বিনা কারণে কয়েকজনের কথা শুনে দল টিকিট দেয়নি৷ তা সত্ত্বেও আমি ৯৬ শতাংশ ভোট পেয়ে জিতেছি৷ ২ বছর বাদে দল আজকে আমাকে বলছে যোগ দেওয়ার জন্য৷ কিন্তু আমাকে যে ৯৬ শতাংশ মানুষ ভোট দিয়েছে, তাঁদের মতামত নিয়েই আমি যা করার করব৷ নাহলে তাঁদের মধ্যে দশ শতাংশ মানুষও ভাবতে পারেন যে নিজের স্বার্থের কথা ভেবে আমি আবার তৃণমূলে ফিরে গেলাম৷ তাঁরা যা মতামত দেবেন, আমি সেই অনুযায়ী চলব৷ তখন যদি যোগদান না করায় করব না৷ যোগদান করতেই হবে এর তো মানে নেই৷ কিন্তু আমাকে যে অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল সেটা যে মিথ্যা, তা বুঝতে পারার জন্য দলকে আমি নতমস্তকে প্রণাম জানাই৷’

তবে দেবাশিস বন্দ্যোপাধ্যায় যোগ না দিলেও ৯ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর অবশ্য তৃণমূলে যোগদান করেন৷ দেবাশিস বাবু অবশ্য এ দিন বার বারই দাবি করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি তাঁর আস্থা অটুট৷ সৌগত রায় এবারেও দমদম থেকে সাংসদ নির্বাচিত হবেন বলেও দাবি করেছেন নির্দল এই কাউন্সিলর৷

বাংলা খবর/ খবর/নির্বাচন/
TMC: মঞ্চে উঠেও তৃণমূলে যোগদানে নারাজ, বেঁকে বসলেন নির্দল কাউন্সিলর! হতভম্ব ব্রাত্য-সৌগত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল