নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, ১০ হাজার ফুট উচ্চতার উপরে ১০০টি ভোটগ্রহণ কেন্দ্র ছিল এই রাজ্যে। সেখানে ভোটের হার খুব ভাল। উচ্চতার সর্বোচ্চ শিখরেও মানুষ ভোট দেওয়াকে উপভোগ করেছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে শিরমাউর জেলায়। সেখানে ভোট পড়েছে ৭৯.৬২ শতাংশ।
সাধারণত, বেশি ভোট পড়লে ‘অ্যান্টি ইনকাম্বেন্সি’ অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধী ভোট দেখা যায়। তাই এই রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি খানিকটা অস্বস্তিতে। আগামী ৮ ডিসেম্বর ফল প্রকাশ হলেই সব পরিষ্কার হবে।
প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালে হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ ভোট পড়েছিল ৭৪.৬১ শতাংশ। যে ঘটনায় শাসক কংগ্রেসকে সরিয়ে দিয়ে সেখানে মানুষ ক্ষমতায় এনেছিল বিজেপিকে। ২০০৩ সালে বিজেপি-এইচভিসি সরকার ভোটে হেরে যায়। সেবছর হিমাচলে ভোট পড়েছিল সর্বোচ্চ ৭৩ শতাংশ। এরপর এবার আবার ব্যাপক ভোট বাড়ায় স্বাভাবিকভাবেই বিজেপি (bjp) শিবিরের চিন্তা বেড়েছে।
