TRENDING:

Gujarat-HP Exit Poll Results: গুজরাতে গেরুয়া ঝড়ের ইঙ্গিত, এক্সিস - ইন্ডিয়া টুডের এক্সিট পোলেও পাল্লা ভারী বিজেপির

Last Updated:

মোটের উপর দেশের সমস্ত সমীক্ষক সংস্থাই গুজরাতে বিজেপির বড় জয়ের ইঙ্গিত দিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দু’দফায় শেষ হয়েছে গুজরাতের বিধানসভা নির্বাচন৷ সেখানে এ বার শাসকদল বিজেপির সঙ্গে লড়াইয়ে নেমেছিল কংগ্রেস ও আপ৷ কিন্তু বিরোধী শক্তি গুজরাতে দাগ কাটতে পারবে না বলেই ইঙ্গিত দেওয়া হল এক্সিস-ইন্ডিয়া টুডের এক্সিট পোলে৷ এক্সিট পোলে বলা হয়েছে, গুজরাতে ১২৯ থেকে ১৫১টি আসন পেতে পারে বিজেপি৷ ফলে গুজরাতে সপ্তম বারের জন্য সরকার গঠন করতে চলেছে গেরুয়া শিবির৷ অন্য দিকে শেষ সাত বারের নির্বাচনের মধ্যে সবচেয়ে খারাপ ফল হতে পারে কংগ্রেসের৷
advertisement

বিরোধীদের মধ্যে কংগ্রেস পেতে পারে ১৬ থেকে ৩০টি আসন, আপ পেতে পারে ৯ থেকে ২১টি আসন, অন্যরা পেতে পারে দুই থেকে ছ’টি আসন৷ অর্থাৎ আসন বণ্টনের নিরিখে শাসকদলের থেকে অনেকটাই পিছিয়ে থাকতে চলেছে বিরোধীরা৷ শতাংশের বিচারে বলা হয়েছে, বিজেপি পেতে পারে ৪৬ শতাংশ ভোট, কংগ্রেস পেতে পারে ২৬ শতাংশ ভোট, আপ পেতে পারে ২০ শতাংশ ভোট, অন্যরা পেতে পারে আট শতাংশ ভোট৷

advertisement

আরও পড়ুন - Mega Poll Of Polls: রেকর্ড আসন নিয়ে গুজরাতে ক্ষমতায় আসছে বিজেপি, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

আরও পড়ুন: ঝালদা পুরসভা নিয়ে রাজ্য সরকারের বড় ধাক্কা! প্রশাসক বসানোর সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

মোটের উপর দেশের সমস্ত সমীক্ষক সংস্থাই গুজরাতে বিজেপির বড় জয়ের ইঙ্গিত দিয়েছে৷ ১৮২ আসনের গুজরাত বিধানসভার ম্যাজিক ফিগার ৯২। সমস্ত সমীক্ষক সংস্থাই বলেছে, এই আসনের গণ্ডি পেরিয়ে অনেকটাই এগিয়ে যাবে বিজেপি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

টিভি নাইন এর বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে গুজরাত বিধানসভা নির্বাচনে ম্যাজিক ফিগার পার করতে চলেছে বিজেপি। তাদের হাতে আসতে পারে ১২৫ থেকে ১৩০টি আসন। কংগ্রেস জিততে পারে ৪০-৫০টি আসন। আপের হাতে আসতে পারে ৩-৫টি আসন। অন্যান্যরা পেতে পারে ৩ থেকে ৭টি আসন।

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Gujarat-HP Exit Poll Results: গুজরাতে গেরুয়া ঝড়ের ইঙ্গিত, এক্সিস - ইন্ডিয়া টুডের এক্সিট পোলেও পাল্লা ভারী বিজেপির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল