বিরোধীদের মধ্যে কংগ্রেস পেতে পারে ১৬ থেকে ৩০টি আসন, আপ পেতে পারে ৯ থেকে ২১টি আসন, অন্যরা পেতে পারে দুই থেকে ছ’টি আসন৷ অর্থাৎ আসন বণ্টনের নিরিখে শাসকদলের থেকে অনেকটাই পিছিয়ে থাকতে চলেছে বিরোধীরা৷ শতাংশের বিচারে বলা হয়েছে, বিজেপি পেতে পারে ৪৬ শতাংশ ভোট, কংগ্রেস পেতে পারে ২৬ শতাংশ ভোট, আপ পেতে পারে ২০ শতাংশ ভোট, অন্যরা পেতে পারে আট শতাংশ ভোট৷
advertisement
আরও পড়ুন - Mega Poll Of Polls: রেকর্ড আসন নিয়ে গুজরাতে ক্ষমতায় আসছে বিজেপি, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়
মোটের উপর দেশের সমস্ত সমীক্ষক সংস্থাই গুজরাতে বিজেপির বড় জয়ের ইঙ্গিত দিয়েছে৷ ১৮২ আসনের গুজরাত বিধানসভার ম্যাজিক ফিগার ৯২। সমস্ত সমীক্ষক সংস্থাই বলেছে, এই আসনের গণ্ডি পেরিয়ে অনেকটাই এগিয়ে যাবে বিজেপি৷
টিভি নাইন এর বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে গুজরাত বিধানসভা নির্বাচনে ম্যাজিক ফিগার পার করতে চলেছে বিজেপি। তাদের হাতে আসতে পারে ১২৫ থেকে ১৩০টি আসন। কংগ্রেস জিততে পারে ৪০-৫০টি আসন। আপের হাতে আসতে পারে ৩-৫টি আসন। অন্যান্যরা পেতে পারে ৩ থেকে ৭টি আসন।