TRENDING:

Gujarat Assembly Elections Result: বিপুল ভোটের মার্জিন! আপ প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে হার্দিক প্যাটেল

Last Updated:

Gujarat Assembly Elections Result 2022: গুজরাতে গেরুয়া ঝড়ের পূর্বাভাস দেখা গেলেও দলের পতিদার সম্প্রদায়ের অন্যতম মুখ হার্দিক প্যাটেল গণনার প্রথম কয়েকটি রাউন্ডে কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরাগ্রাম: গুজরাতে বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। এখনও পর্যন্ত যা ইঙ্গিত, তাতে দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে ১৫৯টি আসনে। কংগ্রেস এগিয়ে ১৫টি আসনে। আম আদমি পার্টি ৫টি আসনে এগিয়ে। অন্যান্যরা এগিয়ে ৩টি আসনে।
advertisement

গুজরাতে গেরুয়া ঝড়ের পূর্বাভাস দেখা গেলেও দলের পতিদার সম্প্রদায়ের অন্যতম মুখ হার্দিক প্যাটেল গণনার প্রথম কয়েকটি রাউন্ডে কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন। যদিও গণনার রাউন্ড যত বেড়েছে, ততই ব্যবধান বাড়িয়েছেন হার্দিক।

২০১৭ বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছিল বিজেপি। ৯৯টি আসনে আটকে গিয়েছিল পদ্ম শিবির। কংগ্রেস পেয়েছিল ৭৭টি। বিজেপির আসন কমার পিছনে পতিদার সম্প্রদায়ের আন্দোলনের প্রভাব দেখেছিলেন অনেকে। পতিদার সম্প্রদায়ের নেতা হার্দিক প্যাটেল লাগাতার আন্দোলন চালিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে। পরে তিনি কংগ্রেস যোগ দেন।

advertisement

কিন্তু গুজরাত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে সামিল হন হার্দিক প্যাটেল। বীরাগ্রাম আসন থেকে এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। কিন্তু তাঁকে কড়া লড়াইয়ের মধ্যে ফেলেছেন এই আসনের আপ প্রার্থী। প্রথম গণনায় আপ প্রার্থী পেয়েছেন ৩,১৩০টি ভোট। হার্দিক প্যাটেল পেয়েছেন ২,৯৬১টি ভোট।

আরও পড়ুন, দেড়শো পার, গুজরাতে নতুন ইতিহাস লিখবে বিজেপি? ২০০২-কে পিছনে ফেলল ২০২২

advertisement

দ্বিতীয় রাউন্ডে কিছুটা এগিয়ে হার্দিক প্যাটেল পেয়েছেন ৬,৭২০টি ভোট। আপ পেয়েছে ৬,৩৪০টি ভোট। গুজরাতের এই আসনে লড়ছেন ১৪ জন প্রার্থী। ১২ রাউন্ড শেষে হার্দিক প্যাটেল পেয়েছেন ৪৩,০১৪টি ভোট। আপ পেয়েছে ২৫,৫৩০টি ভোট।

আরও পড়ুন, ভোটগণনায় এগিয়ে জাদেজা-পত্নী, উৎসব শুরু পদ্মশিবিরে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিরাট অঙ্কের জয়ের পথে বিজেপি। তথ্য অনুযায়ী, বিজেপি পেয়েছে ১৫৯টি আসন, কংগ্রেস ১৫টি, আপ ৫টি, অন্যান্য ২টি।

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Gujarat Assembly Elections Result: বিপুল ভোটের মার্জিন! আপ প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে হার্দিক প্যাটেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল