গুজরাতে গেরুয়া ঝড়ের পূর্বাভাস দেখা গেলেও দলের পতিদার সম্প্রদায়ের অন্যতম মুখ হার্দিক প্যাটেল গণনার প্রথম কয়েকটি রাউন্ডে কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন। যদিও গণনার রাউন্ড যত বেড়েছে, ততই ব্যবধান বাড়িয়েছেন হার্দিক।
২০১৭ বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছিল বিজেপি। ৯৯টি আসনে আটকে গিয়েছিল পদ্ম শিবির। কংগ্রেস পেয়েছিল ৭৭টি। বিজেপির আসন কমার পিছনে পতিদার সম্প্রদায়ের আন্দোলনের প্রভাব দেখেছিলেন অনেকে। পতিদার সম্প্রদায়ের নেতা হার্দিক প্যাটেল লাগাতার আন্দোলন চালিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে। পরে তিনি কংগ্রেস যোগ দেন।
advertisement
কিন্তু গুজরাত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে সামিল হন হার্দিক প্যাটেল। বীরাগ্রাম আসন থেকে এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। কিন্তু তাঁকে কড়া লড়াইয়ের মধ্যে ফেলেছেন এই আসনের আপ প্রার্থী। প্রথম গণনায় আপ প্রার্থী পেয়েছেন ৩,১৩০টি ভোট। হার্দিক প্যাটেল পেয়েছেন ২,৯৬১টি ভোট।
আরও পড়ুন, দেড়শো পার, গুজরাতে নতুন ইতিহাস লিখবে বিজেপি? ২০০২-কে পিছনে ফেলল ২০২২
দ্বিতীয় রাউন্ডে কিছুটা এগিয়ে হার্দিক প্যাটেল পেয়েছেন ৬,৭২০টি ভোট। আপ পেয়েছে ৬,৩৪০টি ভোট। গুজরাতের এই আসনে লড়ছেন ১৪ জন প্রার্থী। ১২ রাউন্ড শেষে হার্দিক প্যাটেল পেয়েছেন ৪৩,০১৪টি ভোট। আপ পেয়েছে ২৫,৫৩০টি ভোট।
আরও পড়ুন, ভোটগণনায় এগিয়ে জাদেজা-পত্নী, উৎসব শুরু পদ্মশিবিরে
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিরাট অঙ্কের জয়ের পথে বিজেপি। তথ্য অনুযায়ী, বিজেপি পেয়েছে ১৫৯টি আসন, কংগ্রেস ১৫টি, আপ ৫টি, অন্যান্য ২টি।