সকাল ১১টা পর্যন্ত এদিন ভোট পড়েছে ১৯.১৭ শতাংশ। দুপুর ৩টে পর্যন্ত ৫০.৫১ শতাংশ। দ্বিতীয় দফার ভোটে মোট পোলিং স্টেশন ১৪,৯৭৫। গুজরাতের মোট ১৪টি জেলার ৯৩টি আসনে চলেছে এই ভোটগ্রহণ। দ্বিতীয় দফার নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ৮৩৩। এর মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। নির্দলের সংখ্যা ২৮৫।
ডিসেম্বরের ১ তারিখ গুজরাতে হয়েছিল প্রথম দফার নির্বাচন। ৮৯টি আসনে হয়েছিল ভোটগ্রহণ। সেই সময়ে মোট ভোট পড়েছিল ৬৩.৩১ শতাংশ। গুজরাতের দ্বিতীয় দফার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২.৫১ কোটি। এর মধ্যে পুরুষের সংখ্যা ১.২৯ কোটি এবং মহিলাদের সংখ্যা ১.২২ কোটি। ১৮ বছর থেকে ১৯ বছরের মধ্যে মোট ভোটারের সংখ্যা ৫.৯৬ লাখ।
advertisement
দ্বিতীয় দফায় মোট ভোট হয়েছে ৯৩টি আসনে। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে এই ৯৩টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল ৫১টি আসনে। কংগ্রেস পেয়েছিল ৩৯টি আসন। নির্দলরা জিতেছিলেন ৩টি আসনে।
আরও পড়ুন, শীত আসতেই মিলছে দেখা, দামোদরে তীরে হাজির বহুদূরের 'অতিথি'রা
এবারের নির্বাচনে এই ৯৩টি আসনের মধ্যে বিজেপি এবং আপ সবকটি আসনেই প্রার্থী দিয়েছে। কংগ্রেস দিয়েছে ৯০টি আসনে প্রার্থী। এনসিপি দিয়েছে ২টি আসনে, বিটিপি ১২টি এবং বিএসপি ৪৪টি আসনে প্রার্থী দিয়েছে।
ডিসেম্বরের ৮ তারিখ ফল ঘোষণা হবে গুজরাতের। সেই সঙ্গে নির্বাচনের ফলাফল ঘোষণা হবে হিমাচল প্রদেশেরও। ২৭ বছর ধরে গুজরাতে ক্ষমতায় রয়েছে বিজেপি। বিজেপির বিরুদ্ধে জোরদার লড়াই দিচ্ছে কংগ্রেস। অপরদিকে, গুজরাতে প্রথমবার ভোটে লড়ছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। এবার কোন দলের মুখে হাসি ফোটে, তা জানা যাবে আগামী ৮ তারিখ।