টিভি নাইন এর বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে গুজরাত বিধানসভা নির্বাচনে ম্যাজিক ফিগার পার করতে চলেছে বিজেপি। তাদের হাতে আসতে পারে ১২৫ থেকে ১৩০টি আসন। কংগ্রেস জিততে পারে ৪০-৫০টি আসন। আপের হাতে আসতে পারে ৩-৫টি আসন। অন্যান্যরা পেতে পারে ৩ থেকে ৭টি আসন।
advertisement
জন কী বাতের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ১১৭টি থেকে ১৪০টি আসন। কংগ্রেস পেতে পারে ৩৪-৫১টি আসন। আপের হাতে আসতে পারে ৬-১৩টি আসন। অন্যান্যরা পেতে পারে ১-২টি আসন।
P-MARQ- এর বুথ ফেরত সমীক্ষায় বিজেপি পেতে পারে ১২৮-১৪৮টি আসন। কংগ্রেস পেতে পারে ৩০-৪২টি আসন। আপ পেতে পারে ২ থেকে ১০টি আসন। অন্যান্যরা পেতে পারে ৩ টি আসন।
তবে এই সমীক্ষাগুলিতে শুধুমাত্র কোন দল আসতে পারে সেই সম্পর্কে একটা আভাস দেওয়ার চেষ্টা হয়েছে।
আরও পড়ুন, ২১০০০ পদে নিয়োগে দুর্নীতি! আদালতে জানালেন সিবিআই SIT প্রধান অশ্বিন শেনভি
আগামী ৮ তারিখ গুজরাত এবং হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে।