TRENDING:

Lok Sabha elections 2024: সব বুথে কেন্দ্রীয় বাহিনী, ভোটের আগে পরেও কড়া নজরদারি! কী কী ব্যবস্থা কমিশনের?

Last Updated:

তৃতীয় দফায় ৭ মে যে চারটি কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে, সেখানেও আরও ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাবে কমিশন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণেও একশো শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী৷ নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর৷ আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় উত্তরবঙ্গের তিনটি আসন রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিংয়ে ভোট৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফায় মোট ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব সামলাবে৷ এর মধ্যে দক্ষিণ দিনাজপুরের ভোটকেন্দ্রগুলির নিরাপত্তার দায়িত্বে থাকবে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ রায়গঞ্জ পুলিশ জেলা এবং ইসলামপুর পুলিশ জেলায় থাকবে যথাক্রমে ৬০ এবং ৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ দার্জিলিং পুলিশ জেলায় থাকবে ৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ শিলিগুড়ি এবং কালিম্পং পুলিশ জেলায় যথাক্রমে ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকবে৷

advertisement

আরও পড়ুন: ‘নির্বাচনে হিংসা হলে দায়ী কে হবে…?‘ ডিআইজি বদল নিয়ে সরব মমতা!

শুধুমাত্র ভোটের দিন নিরাপত্তার দায়িত্ব নয়, ১৯ এপ্রিল প্রথম দফায় কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্রেও ভোট পরবর্তী হিংসা রুখতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখবে কমিশন৷ পাশাপাশি ৬ কোম্পানি কাজে লাগানো হবে স্ট্রং রুমের নিরাপত্তা এবং প্রথম এবং দ্বিতীয় দফায় যে জায়গাগুলিতে ভোট হবে, সেখানে ভোট পরবর্তী হিংসা সামলানোর জন্য৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর পাশাপাশি তৃতীয় দফায় ৭ মে যে চারটি কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে, সেখানেও আরও ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাবে কমিশন৷ মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ কেন্দ্রে ভোটারদের মধ্যে থেকে ভয়, ভীতি দূর করে আত্মবিশ্বাস তৈরি করার কাজ করবে কেন্দ্রীয় বাহিনী৷

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha elections 2024: সব বুথে কেন্দ্রীয় বাহিনী, ভোটের আগে পরেও কড়া নজরদারি! কী কী ব্যবস্থা কমিশনের?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল