Mamata Banerjee: ‘নির্বাচনে হিংসা হলে দায়ী কে হবে...?‘ ডিআইজি বদল নিয়ে সরব মমতা!

Last Updated:

Mamata Banerjee: আজ মুর্শিদাবাদের ডিআইজিকে অপসারণ করল নির্বাচন কমিশন। ডিআইজি মুর্শিদাবাদের বদল নিয়ে মুখ খুললেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

ডিআইজি বদল নিয়ে কোচবিহারে সরব মমতা!
ডিআইজি বদল নিয়ে কোচবিহারে সরব মমতা!
আলিপুরদুয়ার: আজ মুর্শিদাবাদের ডিআইজিকে অপসারণ করল নির্বাচন কমিশন। ডিআইজি মুর্শিদাবাদের বদল নিয়ে মুখ খুললেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। সোমবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের জনসভা থেকে সেই বিষয়ে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ ফের ইভিএম কারচুপির ইঙ্গিত! ‘কোনও জবাব দিতে পারছে না’…ইভিএমের চিপ বিতর্ক উস্কে দিলেন মমতা
তিনি বলেন, ‘আজও, শুধু বিজেপির নির্দেশের ভিত্তিতে, মুর্শিদাবাদের ডিআইজি বদল করা হয়েছে। এখন যদি মুর্শিদাবাদ এবং মালদহতে ভোটে হিংসা হয়, তার দায়ভার নির্বাচন কমিশন (ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া)-এর উপর বর্তাবে। কমিশনের বক্তব্যের ভিত্তিতে ইচ্ছাকৃতভাবে উচ্চ পদস্থ আধিকারিকদের পরিবর্তন করা হয়েছে বিজেপির স্বার্থসিদ্ধির জন্য।’
advertisement
advertisement
মমতা আরও বলেন, ‘যদি হিংসা হয়, তাহলে কমিশন এর জন্য দায়ী হবে। কারণ এখানে আইনশৃঙ্খলা দেখছে নির্বাচন কমিশন।’ এদিন আলিপুরদুয়ারের জনসভায় বক্তৃতা দিতে গিয়ে মমতা বলেন, ‘আমি যদি ২৬ দিনের জন্য কৃষকদের জন্য অনশন করতে পারি, আমি ৫৫ দিনের জন্যও অনশন করতে পারি। যুদ্ধ করতে জানি। আমি কাপুরুষ নই।’
advertisement
মমতার এই সমস্ত অভিযোগ নিয়ে অবশ্য বরাবরই সরব হয়েছে বিজেপি৷ তাদের দাবি, হেরে যাওয়ার ভয়ে আগে থেকেই অজুহাত তৈরি করে রাখতে চাইছেন তৃণমূলনেত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: ‘নির্বাচনে হিংসা হলে দায়ী কে হবে...?‘ ডিআইজি বদল নিয়ে সরব মমতা!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement