প্রসঙ্গত, রাজনৈতিক জল্পনা ছিলই। সেইমতোই গত মার্চ মাসে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারীর ভাই তথা তমলুকের বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারী।
গেরুয়া শিবিরে যোগ দিয়ে দিব্যেন্দু বলেছিলেন, “আজ আমার কাছে দিনটি শুভ। কারণ বিজেপি পরিবারের সঙ্গে জুড়লাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ দিলাম। সুকান্ত মজুমদারের নেতৃত্বে পশ্চিমবঙ্গে এগিয়ে চলেছে বিজেপি। পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা নেই। ছোট কার্যকর্তা হিসাবে মোদিজিকে ৪০০ পার করাতে যা করার করব।”
advertisement
তৃণমূলের সাংসদ পদ না ছাড়লেও, দলের সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক নেই বলে আগেই জানিয়ে দিয়েছিলেন দিব্যেন্দু। তিনি বলেছিলেন, “তৃণমূলের সঙ্গে আমি নেই। ২০২১ সালের পর থেকে নেই আমি।” কেন নেই জানতে চাইলে দিব্যেন্দু বলেন, “কষ্ট, যন্ত্রণা, ব্যথা…।” তৃণমূলে থেকে কী কষ্ট, যন্ত্রণা পেয়েছেন, তা যদিও বিশদে জানাননি দিব্যেন্দু।