TRENDING:

Dev stands by Kanchan Mullick: গাড়ি থেকে নামিয়ে ছিলেন,সেই কাঞ্চনকে নিয়ে প্রচার করে কল্যাণকেই জবাব দিলেন দেব?

Last Updated:

গত ২৫ এপ্রিল কাঞ্চন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী এবং বর্তমান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়েছিলেন৷ কিন্তু সবাইকে অবাক করে দিয়েই কাঞ্চনকে নিজের গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঘাটাল: কয়েকদিন আগেই স্থানীয় মহিলাদের বিরূপ প্রতিক্রিয়ার অজুহাতে দলেরই বিধায়ক কাঞ্চন মল্লিককে নিজের গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷
কাঞ্চনের হয়ে কল্যাণকে জবাব দিলেন দেব?
কাঞ্চনের হয়ে কল্যাণকে জবাব দিলেন দেব?
advertisement

ঘটনাচক্রে, কাঞ্চন যে এলাকার বিধায়ক, সেই উত্তরপাড়াও পড়ে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই৷ দলের বিধায়ককে নিয়ে কল্যাণের এই আচরণে তৃণমূলের অন্দরেই বিতর্ক তৈরি হয়৷ যদিও যে কাঞ্চন মল্লিককে নিয়ে আপত্তি ছিল কল্যাণের, তাঁকেই নিজের প্রচারে ডেকে নিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব৷ এ দিন ঘাটালে দেবের সঙ্গে প্রচারে অংশ নেন কাঞ্চন৷ দেব আগের থেকেও বেশি ভোটে জয়ী হবেন বলে দাবিও করেছেন কাঞ্চন৷

advertisement

আরও পড়ুন: কলাইকুণ্ডা ৪৭ ডিগ্রি পার, ৫০ আর বেশি দূরে নয়! দক্ষিণবঙ্গ জুড়েই তীব্র তাপপ্রবাহ, ছোবল উত্তরেও

সম্প্রতি কাঞ্চন মল্লিক অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেছেন৷ এই বিয়ে নিয়ে সমাজমাধ্যম এবং জনমানসে চর্চা কম হয়নি৷ গত ২৫ এপ্রিল কাঞ্চন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী এবং বর্তমান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়েছিলেন৷ কিন্তু সবাইকে অবাক করে দিয়েই কাঞ্চনকে নিজের গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ৷ এই ঘটনায় দৃশ্যতই অপ্রস্তুত হয়ে পড়েন কাঞ্চন৷ পরে নিজের অবস্থানে অনড় থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি হননি আমি জানি না৷ এর আগেও ওনাকে নিয়ে প্রচারে বেরিয়েছিলাম৷ ওনাকে দেখে গ্রামের মহিলারা খুব বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন৷ আমাকে তো মানুষের মন বুঝতে হবে৷ আমি কোনও ব্যক্তি বিশেষের আনন্দ অথবা সুখের জন্য কোনও সমষ্টিকে কষ্ট দিতে পারব না৷’

advertisement

এই ঘটনার পরই কাঞ্চনের সঙ্গে যোগাযোগ করেন দেব৷ ঘাটালে তাঁর হয়ে প্রচারে যাওয়ার জন্য কাঞ্চনকে আমন্ত্রণও জানান তিনি৷ সেই আবেদনে সাড়া দিয়েই মঙ্গলবার ঘাটালে যান কাঞ্চন৷ দেবের সঙ্গে দীর্ঘক্ষণ ঘুরে ঘুরে প্রচার সারেন তিনি৷ দেবের এই ব্যবহারে স্বভাবতই আপ্লুত কাঞ্চন৷ মঙ্গলবার প্রচার শেষে অভিনেতা এবং উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক বলেন, ‘দেব আমার ছোট ভাইয়ের মতো৷ দেবের চেহারা যেরকম, মনটা তার থেকে দশগুন বড়৷ আমি একজন তৃণমূল কর্মী, বিধায়ক হিসেবে চাইব ও যেন আরও আরও বিপুল ভোটে জয়লাভ করে৷’

advertisement

সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম না করলেও দেব এ দিনও বুঝিয়ে দিয়েছেন, কাঞ্চন মল্লিকের সঙ্গে শ্রীরামপুরের সাংসদ যে আচরণ করেছেন তা তিনি সমর্থন করেন না৷ কাঞ্চনের সঙ্গে প্রচারের শেষ দেব বলেন, ‘আমি গোটা ঘটনাটা টিভিতে দেখেছি৷ আমার মনে হয়েছে, পুরো বিষয়টা যেভাবে হয়েছে, ঠিক হয়নি৷ একজন প্রার্থীর নিশ্চয়ই অধিকার আছে তাঁর গাড়িতে কে থাকবেন আর কে থাকবে না, তা ঠিক করার৷ কারণ দিনের শেষে ভোটটাই আসল বিষয়৷ আমার মনে হয়,কাঞ্চন মল্লিক যদি আমার প্রচারে থাকেন, তাহলে আমার ভোট বাড়বে৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এর আগে মিঠুন চক্রবর্তীর প্রতি তৃণমূল নেতাদের একাংশের কটূ মন্তব্য নিয়েও প্রকাশ্যেই আপত্তি জানিয়েছেন দেব৷ রাজনীতির জন্য তিনি যে সৌজন্য বিসর্জন দিতে পারবেন না, সেকথাও স্পষ্ট করে বলেছেন ঘাটালের তৃণমূল প্রার্থী৷ ঘটনাচক্রে কাঞ্চন মল্লিককে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে সমর্থন করে প্রকাশ্যেই বিবৃতি দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷ ফলে, কাঞ্চনকে নিজের প্রচারে ডেকে ফের একবার দেব যে দলের নেতাদের একাংশকেই বার্তা দিলেন, তা বলার অপেক্ষা রাখে না৷

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Dev stands by Kanchan Mullick: গাড়ি থেকে নামিয়ে ছিলেন,সেই কাঞ্চনকে নিয়ে প্রচার করে কল্যাণকেই জবাব দিলেন দেব?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল