হুগলিতে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের লড়াই এর দিকে নজর থাকবে সবার। তবে বাম প্রার্থী ভোট ময়দানে নতুন মুখ মনোদীপ ঘোষের দেওয়াল লিখন নজর কাড়ছে সকলের। প্রার্থী মনোদীপের ছবি ডিজিটাল পেপারে ল্যামিনেশান করে দেওয়ালে ডিডিএল আঠা দিয়ে এমন ভাবে সাঁটানো হয়েছে যা দেওয়াল লিখনের সঙ্গে মানানসই।
আরও পড়ুন: সুদিন শেষ? পার্থর উপর দায় চাপিয়ে মুক্তি পেতে চান অর্পিতা! আদালতে তাজ্জব করা ঘটনা
advertisement
এতে প্রার্থীকে চিনতে সুবিধা হচ্ছে যারা দেওয়াল লিখন দেখছেন তাদের। বাম শরিক ফরোয়ার্ড ব্লকের পক্ষ থেকে এই প্রচার করা হচ্ছে। ভোট এলেই দেওয়াল ভরে ওঠে নানা ছবি ছড়ায়।
আরও পড়ুন: সিপিএমের সায়নের প্রচার চলছিল তমলুকে, হাতে করে এ কী নিয়ে এলেন এক ব্যক্তি! গোটা দেশে এমন ঘটেনি কখনও
এই বিষয়ে শিল্পী সুভাষ দত্ত বলেন, দেওয়াল লেখার পর প্রার্থীর ছবিকে ডিজিটাল প্রিন্ট করে আঠা দিয়ে এমন ভাবে বসানো হয় যাতে মনে হবে দেওয়ালে ছবি আঁকা হয়েছে।ছবি সাঁটানোর আগে বেসটা এমন ভাবে তৈরিকরা হয় যাতে রঙ মেশানোর পর আর বোঝার উপায় থাকে না দেওয়াল লেখা আর ছবি আলাদা।আর এই ছবি রোদ বৃষ্টিতেও নষ্ট হয়না।খরচও কম।নতুন ধরনের এই দেওয়াল প্রচার হুগলিতে নজর কাড়ছে বলাই যায়।
—- রাহী হালদার